ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই কি মুখোমুখি হবে ইস্টবেঙ্গল–মোহনবাগান? লিগ পর্ব শেষ হওয়ার পর কদিন ধরেই জল্পনা চলছিল। যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। মঙ্গলবার রাতেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। ১৭ আগস্ট, রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল–মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধে ৭ টায়।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ থেকেই সবথেকে বেশি অর্থ উপার্জন হয় আয়োজকদের। বিগত কয়েকবছর ধরে কলকাতার দুই প্রধান একই গ্রুপে ছিল। ফলে গ্রুপ লিগেই ডার্বি অনুষ্ঠিত হত। কিন্তু এবছর লিগ পর্বে আলাদা আলাদা গ্রুপে ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে লিগ পর্বে দুই দল মুখোমুখি হয়নি।
নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড কমিটি চাইছিল কোয়ার্টার ফাইনালেই এই দুই দল মুখোমুখি হোক। তাতে আর্থিকভাবে লাভবান হবে। কারণ, যদি কোয়ার্টার ফাইনালে অন্য দলের সঙ্গে খেলে এই দুটি দল ছিটকে যায়, তাহলে আর্থিকভাবে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে। দুই প্রধানের পক্ষ থেকেই অবশ্য কোয়ার্টার ফাইনালে খেলার ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল।
মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের প্রতিনিধিদের নিয়ে ভিডিও কলের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। দুটি পাত্রে চারটি করে দলকে রাখা হয়েছি। একটা পাত্রে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডায়মন্ডহারবার এফসি এবং জামশেদপুর এফসি। অন্য পাত্রে নর্থইস্ট ইউনাইটেড, শিলং লাজঙ, বোরোল্যান্ড এফসি এবং ইন্ডিয়ান নেভি। লটারিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ম্যাচ স্থির হয়েছে। ১৭ আগস্ট এই ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ওই দিনই বিকেল ৪টেয় জামশেদপুরে ডায়মন্ডহারবার এফসি খলবে জামশেদপুর এফসি–র বিরুদ্ধে। ১৬ আগস্ট বাকি দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং ও ভারতীয় নৌসেনা এবং নর্থইস্ট ইউনাইটেড ও বোরোল্যান্ড।
আরও পড়ুনঃ সায়নের ধাক্কায় লাইনচ্যুত রেল, লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল