মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। প্রত্যাশামতোই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। সহ–অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্মৃতি মানধানার হাতে। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে রেণুকা সিংকে। আবারও ব্রাত্য থেকে গেলেন শেফালি ভার্মা। বিশ্বকাপের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই দলের বাইরে শেফালি ভার্মা। গতবছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার খেলেছিলেন। তাঁকে বিশ্বকাপ দলে ফেরানো হয় কিনা, তা নিয়ে সকলের আগ্রহ ছিল। কিন্তু বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য তাঁর কথা বিবেচনা করেননি নির্বাচকরা। ওপেনিংয়ে স্মৃতি মানধানা এবং প্রতিকা রাওয়াল জুটির ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে যস্তিকা ভাটিয়াকে। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৫৯, ৬৬ এবং ৪২ রান করেছিলেন যস্তিকা।
স্ট্রেস ফ্যাকচারের কারণে মার্চ মাস থেকে দলের বাইরে ছিলেন রেণুকা সিং। শেষ খেলেছিলেন মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আপাতত তিনি ফিট। তাঁকেও দলে রাখা হয়েছে। বিশ্বকাপ দলে থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার আমনজোত কাউরকে। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া সিরিজের সায়ালি সাতঘরেকে দলে নেওয়া হয়েছে।
বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মানধানা (সহ–অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, আমানজোত কাউর, রাধা যাদব, শ্রী চরণি, স্নেহ রানা।
স্ট্যান্ডবাই : তেজাল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, উমা চেত্রী, মিন্নু মানি, সায়ালি সাতঘরে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দল: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মানধানা (সহ–অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘরে, রাধা যাদব, শ্রী চরণি, স্নেহ রানা।
৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৫ অক্টোবর রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ।
২০২৫ সালের মহিলা বিশ্বকাপের জন্য ভারতের গ্রুপ পর্বের সময়সূচী
৩০ সেপ্টেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা – এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
৫ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান – আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৯ অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম
১২ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া – এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম
১৯ অক্টোবর – ভারত বনাম ইংল্যান্ড – হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর
২৩ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড – বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
২৬ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ – এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু।
বিশ্বকাপের আগে, ভারত ১৪, ১৭ এবং ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। প্রথম দুটি ম্যাচ হবে মুল্লানপুরে, শেষ ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ এশিয়া কাপে ভারতের নেতৃত্বে সূর্যকুমার, সহ–অধিনায়ক শুভমান, দলে জায়গা হল না যশস্বী–শ্রেয়সের
আরও পড়ুনঃ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন রশ্মিকা সেহগাল, ব্রোঞ্জ পেলেন মানু ভাকের