এশিয়া কাপের দলে কি রাখা হবে শুভমান গিলকে? কদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। টেস্ট ক্রিকেটে নেতৃত্বে থাকলেও টি২০ ফরম্যাটে অপরিহার্য নন শুভমান। বিগত বেশ কয়েকটা সিরিজে দলেও ছিলেন না। টেস্ট দলের অধিনায়ককে বাইরে রাখার সাহস দেখাতে পারলেন না নির্বাচকরা। শুভমানকে শুধু ১৫ জনের দলেই রাখা হয়নি, সহ–অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে। নেতৃত্বে সূর্যকুমার যাদব। দলে রাখা হয়েছে যশপ্রীত বুমরাকে। সবচেয়ে অবাক করার মতো বিষয়, সুযোগ হয়নি শ্রেয়স আয়ার,যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মাদের।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে এশিয়া কাপের জন্য দল বাছাইয়ে বসেছিলেন নির্বাচকরা। সূর্যকুমার যাদবকেই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটা কঠিন সিদ্ধান্ত মিতে হয়েছে নির্বাচকদের। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও দলে সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়াররা। মূলত শুভমান গিল, সঞ্জু স্যামসনদের সুযোগ করে দিতেই যশস্বীরা জায়গা পেলেন না।
প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। যেহেতু তিনি টি২০ ফরম্যাটে ওপেন করেন, তাই যশস্বীর কথা ভাবেননি নির্বাচকরা। এছাড়া ওপেনার হিসেবে রয়েছেন অভিষেক শর্মা, শুভমান গিল। আগের টি২০ সিরিজগুলিতে সূর্যকুমারের ডেপুটি হিসেবে ছিলেন অক্ষর প্যাটেল। তাঁকে দলে রাখা হলেও সহ–অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে শুভমানের হাতে। ধ্রুব জুরেলের পরিবর্তে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাকে রাখা হয়েছে। এবছর আইপিএলে দুর্দান্ত পারপরমেন্স করার পুরস্কার পেলেন জিতেশ।
মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং। ফলে আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়স আয়ারের কথা ভাবেননি নির্বাচকরা। তাছাড়া হেড কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় নেই শ্রেয়স। মিডল অর্ডারকে সাহায্য করার জন্য জিতেশ শর্মার মতো শক্তিশালী ব্যাটারও রয়েছেন। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে। এদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন অক্ষর প্যাটেল। আবারও দলে জায়গা হল না ওয়াশিংটন সুন্দরের। জোরে বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। তাঁর সঙ্গে রাখা হয়েছে বাঁহাতি অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে। তাঁদের সাহায্য করবেন দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে।
১৫ জনের ঘোষিত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর দুবাইতে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে গ্রুপের শেষম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুনঃ জীবনের প্রথম সিনসিনাটি ওপেন জিতে ১০০০ ট্রফির মাইলস্টোনে কার্লোস আলকারাজ