এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী মানু ভাকের। জুনিয়র মহিলা বিভাগে এই ইভন্টেই দেশকে সোনা এনে দিয়েছেন রশ্মিকা সেহগল।
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক মানু ভাকেরের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৫
Share on:
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী মানু ভাকের। জুনিয়র মহিলা বিভাগে এই ইভন্টেই দেশকে সোনা এনে দিয়েছেন রশ্মিকা সেহগল।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ৮ জন ফাইনালে উঠেছিলেন। ২১৯.৭ স্কোর করে তৃতীয় স্থানে শেষ করেন মানু ভাকের। সোনা জিতেছেন চীনের কিয়ানকে মা। তাঁর সংগৃহীত পয়েন্ট ২৪৩.২। কোরিয়ার ইয়াং জিন ২৪১.৬ স্কোর করে রুপো জিতেছেন। যোগ্যত্যা অর্জন পর্বেও তৃতীয় স্থান অর্জন করেছিলেন মানু ভাকের। তাঁর সংগৃহীত পয়েন্ট ছিল ৫৮৩। সোনজয়ী কিয়ানকে মা (৫৭৯) মানুর চেয়ে পিছিয়ে ছিলেন।
দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে ভারত। মানু ভাকের, সুরুচি সিং এবং পলক গুলিয়া সমৃদ্ধ ভারতীয় দল ১৭৩০ পয়েন্ট সংগ্রহ করেন। দ্বিতীয় স্থান পেয়েছে কোরিয়া (১৭৩১)। ১৭৪০ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে চীন। এর আগে, মানু ৫৮৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জন করেন। চীনের কিয়ানক্সুন ইয়াও ৫৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন। সুরুচি এবং পলক ফাইনালে উঠতে ব্যর্থ হন।
জুনিয়র মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন রশ্মিকা সেহগল। সোনা জেতার পথে তিনি ২৪১.৯ পয়েন্ট সংগ্রহ করেন। কোরিয়ার সেউংহিউন হান ২৩৭.৬ পয়েন্ট এবং ইয়েজিন কিম ২১৫.১ পয়েন্ট সংগ্রহ করে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন। দলগত ইভেন্টেও দেশকে সোনা এনে দিয়েছেন রশ্মিকা। বংশিকা চৌধুরী এবং মোহিনী সিংয়ের সঙ্গে দলগত ইভেন্টে ১৭২০ পয়েন্ট সংগ্রহ করেন। দক্ষিণ কোরিয়া (১৬৯৮) এবং কাজাখস্তান (১৬৬২) যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছে।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl