প্রদীপ জ্বালিয়ে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস।
দীর্ঘ ৯ বছর ধরে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা শহরের গর্ব এবং মর্যাদার প্রতীক হয়ে আছে। এবছর ১৪ ডিসেম্বর মর্যাদাসম্পন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ২৫কে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাজির ছিলেন কর্নেল কাবুল ত্যাগী, প্রোক্যাম ইন্টারন্যাশনালের প্রশান্ত শাহা, টাটা স্টিলের সহ সভাপতি আশিস অনুপম প্রমুখ।
প্রোক্যাম ইন্টারন্যাশনাল, ভারতীয় সেনাবাহিনী এবং পরিবার কল্যাণ তহবিল, বেঙ্গল সাব এরিয়া, ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায়, কলকাতার রাজভবনের মার্কো হলে এক বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল। উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। এই ক্যাম্পের উদ্বোধন করে তিনি বলেন, ‘বেঙ্গল স্কুল অফ পেইন্টিংয়ের জন্মস্থান কলকাতা এমন একটা শহর, যেখানে সৃজনশীলতা তার ইতিহাসের মতোই গভীরে প্রবাহিত। আজ টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৫–র এর আর্ট ক্যাম্প উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটো দিক উদযাপন করছি, শিল্প ও সহনশীলতা। ঠিক যেমন সেনাবাহিনীর একজন সৈনিক অটল শৃঙ্খলার সঙ্গে পাহারা দেয়, শিল্পী সমান সংকল্পের সাথে সত্য এবং সৌন্দর্যের পক্ষে দাঁড়ায়। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কেবল একটা দৌড় নয়, এটা অধ্যবসায়ের পরীক্ষা। ঠিক যেমন মহান শিল্প তৈরি করা পরিপূর্ণতার সাধনা।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সরকারি শিল্প ও কারুশিল্প কলেজ, বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান আর্ট কলেজ এবং মন্টমার্ট্রেসহ বাংলার শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ২৫ জন তরুণ চিত্রশিল্পী জাতীয় গর্বের থিম দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবি আঁকেন। তাঁদের আঁকা ছবি সেপ্টেম্বরে তিনদিন ধরে প্রদর্শন করা হবে। বিক্রিত ছবি থেকে পাওয়া অর্থ সেনাবাহিনীর তহবিলে দান করা হবে। এবছর ১১ সেপ্টেম্বর থেকে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার নাম নথিভুক্ত শুরু হবে। এবছর ২৫ হাজার নাম নেওয়া হবে।
আরও পড়ুনঃ জঘন্য ফুটবল, রেফারির বদান্যতায় কলঙ্কিত জয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল