সবুজায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক। প্যারিসে শেষ অলিম্পিক হয়েছিল ঠিক ১০০ বছর আগে, ১৯২৪ সালে। কিন্তু এবার আধুনিক বিশ্বে অলিম্পিক হলেও গেমস ভিলেজে থাকছে না কোনও এসি মেশিন। কারণ, বিশ্বজুড়ে প্রবল দাবদাহ।
আবহাওয়াবিদরা বলছেন, ‘অলিম্পিকের সময় প্যারিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে। গেমস ভিলেজের এসি মেশিন লাগালে সেখান থেকে উৎপন্ন দূষিত পদার্থ আরও ক্ষতি করবে প্যারিসের আবহাওয়াকে।’
এ নিয়ে সরব অলিম্পিকে অংশগ্রহণকারী সব দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, এসি মেশিন নিয়েই আমেরিকার টিম প্যারিসে পা রাখবে। আমেরিকার এই দাবি শুনে কানাডাও এসি মেশিন নিয়ে যাওয়ার দাবি তুলেছে।
প্যারিস অলিম্পিক কমিটি অবশ্য কাউকে বাধা দিচ্ছে না। তাঁদের বক্তব্য একেবারে ভিন্ন। প্যারিস মেয়র আন্না হিদালগো সরাসরি বলেছেন, ‘ভিলেজের ঘর বানানো হয়েছে কাঠের। ফলে বাইরের অতিরিক্ত গরম সেখানে ঢুকবে না।’ এখানেই শেষ নয়, তাঁর আরও যুক্তি, ‘দেওয়ালে দুটো কাঠের মধ্যে থাকবে লোহার পাইপ। সেই পাইপ দিয়ে সবসময় ঠান্ডা জল প্রবাহিত হবে। ফলে ঘরের তাপমাত্রা বাইরের থেকে কম হবে। কমপক্ষে ১০ ডিগ্রি।’ কিন্তু কাঠের ঘরে ৩০ ডিগ্রি গরম আদৌও সহ্য করা যাবে? এই উত্তর দেওয়ার কোনও লোক নেই।
কিন্তু প্যারিস অলিম্পিকের সবুজায়নের কথা টিমগুলো মানতে নারাজ। কিছু না হলে এক বছর আগে প্যারিস শহরের আশপাশে প্রায় এক হাজার গাছ লাগানো হয়েছে। সেই গাছের মধ্যে দিয়ে দাবদাহ কিছুটা নিয়ন্ত্রিত হবে বলে অলিম্পিক কমিটির আশা।
আধুনিক বিশ্বে অলিম্পিক ভিলেজে এসি লাগানো থাকে। কারণ, এই অলিম্পিককে গ্রীষ্মকালীন অলিম্পিক বলা হয়ে থাকে। অতীতে ইউরোপে দাবদাহ দেখা যেত না। কিন্তু সে দিন আর নেই। গ্রীষ্মকালে আমাদের কলকাতার মতোই গরম পড়ে ইউরোপের বহু দেশে। সেখানে সবুজায়নের দোহাই দিয়ে এসি না লাগানোটা অজুহাত ছাড়া কিছু নয়।
অলিম্পিকের দিন যত এগিয়ে আসছে, তত বিভিন্ন দেশ এসি নিয়ে প্যারিসে আসার বায়নাক্কা করছে। প্যারিস অলিম্পিক কমিটির এই সবুজায়নের উদ্দেশ্যে নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার চেয়ারম্যান তথা কিংবদন্তি অ্যাথলিট সেবাস্তিয়ান কো সাফ বলে দিয়েছেন, ‘অলিম্পিকে খেলোয়াড়দের ভালো রাখতে হবে। রাখতে হবে তরতাজা অবস্থায়। গরমে যদি ঘুমোতেই না পারে, তাহলে ইভেন্টে নেমে কী করে সাফল্য পাবে! অ্যাথলিটদের ভালো রাখতে গেলে অবশ্যই এসি দরকার।’
প্রশ্নটা হচ্ছে এসি নিয়ে তো আসবে বিভিন্ন দেশ। কিন্তু লাগাবে কোথায়? প্যারিস অলিম্পিক কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ‘ঘরের মধ্যে এসি মেশিন লাগানোর কোনও ব্যবস্থা নেই।’ পাশাপাশি তাঁদের এসি লাগোনোর সরঞ্জাম প্রস্তুত রাখা হচ্ছে। দরকারে গেমস ভিলেজে এসি মেশিন ভাড়া দেওয়ার ব্যবস্থা করছে অলিম্পিক কমিটি। বিতর্ক এড়াতে।
তাহলে সবুজায়নের অলিম্পিকের মূল উদ্দেশ্যে ধাক্কা খেল গেমস ভিলেজে এসে। যদি স্টেডিয়ামের ড্রেসিংরুমে যথারীতি এসি মেশিন থাকছে। সেখানে কোনও সমস্যা নেই।
আরও পড়ুনঃ যুবভারতীতেই হবে ডার্বি, ১০ জুলাই টিকিট বিক্রি শুরু, বিনামূল্যে খেলা দেখতে পারবেন দুই প্রধানের সদস্যরা
আরও পড়ুনঃ ধার করা ব্যাটে সেঞ্চুরি! শুভমানের কাছ থেকে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল অভিষেককে