টি২০ ক্রিকেটে ভারতীয় দলের বিশ্বজয়ের পর দেশবাসীর নজর অলিম্পিকের দিকে। ২০২১ টোকিও অলিম্পিকে ৭টি পদক জয় ভারতীয় অলিম্পিক দল নিয়ে প্রত্যাশা বাড়ছে। পদক জয়ের দিক দিয়ে টোকিও অলিম্পিককে টি টপকে যেতে পারবে ভারত? গোটা দশের পদক কি আসবে? আলোচনা তুঙ্গে। এখনই বলা সম্ভব নয় প্যারিস থেকে কটা পদক ঝুলিতে ভরতে ভারত। দেখে নেওয়া যাক কোথায় পদক জেতার সম্ভাবনা আছে।
নীরজ চোপড়া
হরিয়ানার নীরজের সামনে প্রবল প্রতিপক্ষ জার্মানির বিস্ময় বালক ম্যাক্স ডেহিং। ১৯ বছরের ম্যাক্স ৯০ মিটার জ্যাভলিন ছুঁড়তে অভ্যস্ত। সেখানে নীরজের টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন ৮৮.৮৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে। জীবনে সেরা থ্রো বলতে ৮৯.১৫ মিটার। এখনও ৯০ মিটারের ঘরে পৌঁছতে পারেননি হরিয়ানার এই জ্যাভলিন থ্রোয়ার। অলিম্পিকে সোনাজয়ী ও বিশ্ব চ্যাম্পিয়ন নীরজকে কিন্তু পদক জিততে হলে টপকাতে হবে জার্মানির এই বিস্ময় বালককে। গতবছর স্টকহোমে জার্মানির এই কিশোর জ্যাভলারের কাছে হেরে গিয়েছিলেন নীরজ। নীরজের সঙ্গে লড়াইয়ের রয়েছে ভারতীয় থ্রোয়ার কিশোর জেনা ও পাকিস্তানের আর্শাদ নাদিম।
অবিনাশ সাবলে
৩০০০ মিটার স্টিপলচেজার অবিনাশে সাবলের সামনেও কিন্তু পদকের হাতছানি। জাতীয় রেকর্ডধারী অবিনাশ কমনওয়েলথ গেমসে আফ্রিকার দাপট ভেঙে চুরমার করে দিয়েছেন। কয়েকমাস আগে প্যারিস ডায়মন্ড লিগে অবিনাশ সকলকে চমকে দিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন। সেখানে করেছেন নতুন জাতীয় রেকর্ড (৮:০৯.৯১)। প্যারিস অলিম্পিকে নিজের পারফরম্যান্স সামান্য উন্নত করলেই পদকের দাবিদার তিনি হতে পারেন।
মীরাবাই চানু
ভারোত্তোলনে মীরাবাই চানুর অলিম্পিকের দ্বিতীয় পদক প্রাপ্তি নিয়ে সন্দেহ রয়েছে। সাম্প্রতিক কালে তাঁর পারফরম্যান্স একেবারে সুবিধের নয়। টোকিও অলিম্পিকে রুপো জয়ী মীরাবাই চলতি বছর বিশ্বকাপে তিনি ১২ নম্বরে এসেছিলেন। এখন প্যারিস অলিম্পিকে পদকের সম্ভাবনা তাঁর কতটা, তা সে দিনের ভরসায়।
পিভি সিন্ধু
২০১২ লন্ডন অলিম্পিক থেকে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা কোনও দিনই নিরাশ করেননি। পিভি সিন্ধুর সামনে এবার অলিম্পিকে পদক জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা। ২০১৬ রিওতে রুরো, ২০২১ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ। এবারও পদক জয়ের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কিন্তু চলতি বছরে তাঁর পারফরম্যান্স খুব একটা ভাল নয়। চলতি বছরে মালয়েশিয়া মাস্টার্সে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু বড় মঞ্চের শাটলার তিনি। অলিম্পিকের বুকে তিনি জ্বলে উঠতে জানেন।
সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি
ভারতীয় ব্যাডমিন্টনের এই জুটি বিশ্বের এক নম্বর হয়েছিল ঠিক কয়েকমাস আগে। টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল এই জুটি। কিন্তু এশিয়ান গেমসে দাপটে সোনা জিতেছেন। আন্তর্জাতিকস্তরে এই জুটির সাফল্য কম নেই। সে দিক থেকে পদকের কাছকাছি রয়েছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
বক্সিং
আসামের লভলিনা বরেগোহাইনের সামনে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরে এশিয়ান গেমসে পদক জিতেছেন। বেশ কয়েকটি আন্তর্জাতিকস্তরে পদক জিতেছেন। লভলিনার পরে স্থান নিখান জারিনের। জীবনের প্রথম অলিম্পিকে পা রাখছেন। নিখাতের অভিজ্ঞতা কম। কিন্তু সাফল্য কম নেই আন্তর্জাতিকস্তরে। ছেলেদের টিমে অপ্রত্যাশিত কিছু না ঘটলে পদকের সম্ভাবনা অত্যন্ত কম।
পুরুষ হকি দল
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সামনে এবার পদক জয় কার্যত কঠিন। পি আর শ্রীজেশ ও মনপ্রীত সিং ছাড়া টোকিও অলিম্পিকের সেই টিম আর নেই। অনেক নতুন মুখ। তাঁদের সাফল্য বিরাট কিছু নয়। প্রো লিগে ভারতীয় হকি দল সাত নম্বরে শেষ করেছে। এখানে শেষ নয়, অলিম্পিকে ভারতের গ্রুপ বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা ও নিউজিল্যান্ডের মতো টিম রয়েছে। বিশেষজ্ঞদের মত, নক আউটে পৌঁছনোটাই বড় চ্যালেঞ্জ।
শুটিং
অদ্ভুত এক নিয়মের মধ্যে পড়ে ভারতীয় শুটিং টিম। অলিম্পিকে টিকিট যে শুটার নিয়ে আসেন, তিনি অলিম্পিকে পা রাখবেন, তা নয়। জাতীয়স্তরে ট্রায়ালের মাধ্যমে অলিম্পিকে ভাগ্য নির্ধারিত হয়। তাই অলিম্পিকের টিকিট নিয়ে আসা মেহুলি ঘোষ বাদ পড়ে যান, ট্রায়ালে খারাপ ফলের কারণে। কিন্তু শুটার সাম্প্রতিক কালে নিরাশ করছেন। প্যারিসে পদক পাবে, এ রকম জোর দিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে দাবিদার অনেকেই, অঞ্জুম মদগিল, এলাভিনাসহ একাধিক শুটার রয়েছেন, যাঁদের অভিজ্ঞতা বিস্তর। কিন্তু পদকের সম্ভবনা এখনই বলা সম্ভব নয়।
কুস্তি
তিনবারের অলিম্পিয়ান ভিনেশ ফোগাট এবার পারবেন অলিম্পিকে মেডেল জিততে? মিলিয়ন ডলার এই প্রশ্নের উত্তর সহজ নয়। আন্তর্জাতিক আঙিনায় সেই সাফল্য নেই সাম্প্রতিককালে। তারপরে রয়েছে চোট–আঘাত। আর অলিম্পিক দোড়গোড়ায় তিনি চোট পেয়ে যান। টোকিওতে কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে গিয়েছিলেন। এই ছবি ছিল ২০১৬ রিও অলিম্পিকেও।
পুরুষদের ৪x৪০০ মিটার রিলে
পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে পদক জয়ের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। যদি হিটে বাজিমাত করতে পারে। এছাড়া ৩০ জনের অ্যাথলেটিক্স টিমের সম্ভাবনা নেই কারও।
আরও পড়ুনঃ জিদান–নাদালের মশাল হাতবদল, স্যেন নদীবক্ষে অলিম্পিকের মোহময়ী উদ্বোধনী অনুষ্ঠান