রবিবারই কি প্যারিস থেকে প্রথম পদক আসছে ভারতের? তেমন সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। শুটার মনু ভাকেরের হাত ধরেই আসতে পারে দেশের প্রথম পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন এই ভারতীয় শুটার। মনু ভাকের ফাইনালে উঠলেও পুরুষ শুটাররা অবশ্য হতাশ করেছেন। হতাশ করেছেন আর এক মহিলা শুটার রিদম সাঙ্গোয়ানও।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে যোগ্যতা অর্জন পর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন মনু ভাকের। হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও কোরিয়ার জিন আয়ে ওহ–র সঙ্গে প্রথম থেকেই দারুণ লড়াই জমে উঠেছিল। ভেরোনিকা মেজর শীর্ষস্থান ধরে রাখলেও জিন আয়ে–কে টপকে কখনও দ্বিতীয় স্থানে উঠে আসছিলেন মনু ভাকের। ৬ সিরিজ শুটিংয়ে ৫৮২ স্কোর করেন মনু ভাকের। ৬টি সিরিজে তাঁর স্কোর ছিল ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬।
হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও কোরিয়ার জিন আয়ে ওহ, ভারতের মনু ভাকের ছাড়াও ফাইনালে উঠেছেন ভিয়েতনামের ভিন থু তৃণ, কোরিয়ার ইয়েজি কিম, চীনের লি শু ও রাংশিন জিয়াং, তুরস্কের অলাইদা সেভাল তারহান। মনু ভাকের ফাইনালে উঠলেও রিদম সাঙ্গোয়ান হতাশ করেছেন। তিনি শেষ করেছেন ১৫ নম্বরে। রিদমের স্কোর ৫৭৩। ৬ সিরিজে তিনি সংগ্রহ করেন ৯৭, ৯২, ৯৭, ৯৬, ৯৫, ৯৬।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের কোনও শুটারই ফাইনালে উঠতে পারেননি। অল্পের জন্য ব্যর্থ সরবজ্যোত সিং। সামান্য ব্যবধানে সরবজ্যোতকে পেছনে ফেলে ফাইনালের ছাড়পত্র পেয়ে যান জার্মানির রবিন ওয়াল্টার। ৬ সিরিজে সরবজ্যোতের স্কোর ছিল যথাক্রমে ৯৪, ৯৭, ৯৬, ১০০, ৯৩, ৯৭। একটা ইনার টেনের ব্যবধানে সরবজ্যোতকে পিছনে ফেলে ফাইনালের যোগ্যতা অর্জন করেন রবিন ওয়াল্টার। অর্জুন সিং চিমাও আশা জাগিয়ে ব্যর্থ। শেষ করলেন ১৮ নম্বরে। ৬ সিরিজে অর্জুনের স্কোর ছিল যথাক্রমে ৯৬, ৯৭, ৯৭, ৯৪, ৯৩ ও ৯৭।
১০ মিটার এয়ার রাইফেলের দলগত মিশ্র বিভাগে হতাশ করেছেন ভারতীয় শুটাররা। যোগ্যতা অর্জন পর্বে রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা ষষ্ঠ স্থানে শেষ করেন। অন্যদিকে, দ্বাদশ স্থানে শেষ করেন এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিং।
আরও পড়ুনঃ টোকিও প্রত্যাশা বাড়িয়েছে, প্যারিস অলিম্পিকের দিকে নজর দেশবাসীর