দেশের জার্সি গায়ে জীবনের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। কিছুটা হলেও সংস্কার কাজ করেছিল অভিষেক শর্মার। না হলে জীবনের দ্বিতীয় ম্যাচে অন্যের কাছে ব্যাট ধার করবেন কেন? সতীর্থর কাছে ধার করা ব্যাটেই কামাল। দেশের জার্সি গায়ে জীবনের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি। যদিও যার কাছ থেকে ব্যাট ধার করেছিলেন, তাঁকে কৃতিত্ব দিতে ভোলেননি অভিষেক শর্মা।
অনূর্ধ্ব ১৪ পর্যায় থেকে শুভমান গিলের সঙ্গে খেলছেন অভিষেক শর্মা। দুই পাঞ্জাব ক্রিকেটারেরই মেন্টর যুবরাজ সিং। জিম্বাবোয়ের বিরুদ্ধে জীবনের প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছিল। চাপ বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সাফল্য পেলে জায়গা হারাতে হবে। কারণ, সিরিজের তৃতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। সুতরাং পারফরমেন্স করার চাপ ছিল।
চাপে পড়লেই ছোটবেলার সতীর্থ শুভমান গিলের শরণাপন্ন হন অভিষেক। অতীতে বহুবার এরকম হয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থতার পর চাপ বেড়ে গিয়েছিল অভিষেকের। তখনই তিনি অধিনায়কের কাছে আব্দার জানান ব্যাট ধার দেওয়ার। সতীর্থকে নিরাশ করেননি শুভমান। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শুভমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক বলেছেন, ‘আমাকে ব্যাট ধার দেওয়ার জন্য শুভমনকে বিশেষ ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। দলের জন্য এইরকম ইনিংস দরকার ছিল। অনূর্ধ্ব ১৪ পর্যায় থেকেই এটা জলে আসছে। যখনই শুভমানের ব্যাট নিয়ে খেলেছি, ভাল পারফরমেন্স করেছি। এবারও তাই হল।’
তবে শুভমানের কাছ থেকে যে সহজে ব্যাট পান অভিষেক, এমন নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়। সেকথাও প্রকাশ্যে নিয়ে এসেছেন অভিষেক। মজা করে তিনি বলেন, ‘সব সময় চাইলেই যে ওর কাছ থেকে ব্যাট পাওয়া যায়, এমনটা নয়। অনেক কষ্টের পর ব্যাটটা পেয়েছিলাম। আমার মনে হয়েছিল, রানে ফিরতে গেলে ওর ব্যাট দিয়েই খেলতে হবে।’
আরও পড়ুনঃ অলিম্পিকে ‘নো সেক্স’, যৌনতা আটকাতে অভিনব খাট প্যারিসের গেমস ভিলেজে
আরও পড়ুনঃ ৮১ বছর বয়সেও ‘কিস্তি মাত’, অনন্য নজির, দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন রানী হামিদ