সাদা বলে পুরুষদের ক্রিকেটে আইসিসি–র র্যাঙ্কিংয়ে আধিপত্য আধিপত্য অব্যাহত রেখেছে ভারত। একদিনের ও টি২০ ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছে। সাদা বলের ক্রিকেটে আধিপত্য বজায় রাখলেও লাল বলের ক্রিকেটে অবশ্য অধঃপতন। টেস্টে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেছে ভারত। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
আইসিসি–র সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে মাস থেকে অনুষ্ঠিত সকল ম্যাচের জন্য ১০০ শতাংশ হার এবং তার আগের ২ বছরের জন্য ৫০ শতাংশ হার অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে ওঠা ভারত একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুবিধা পেয়েছে। এর ফলে ভারতের রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স নিউজিল্যান্ড একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর তৃতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া।
সাম্প্রতিককালে শ্রীলঙ্কা ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে। এর মধ্যে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়। এই দুটি সিরিজ জিতে ৫ রেটিং পয়েন্ট অর্জন করে চতুর্থ স্থানে উঠে এসেছে। পেছনে ফেলে দিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। আফগানিস্তান সপ্তম স্থানে নেমে গেছে। আর ইংল্যান্ড নেমে গেছে অষ্টম স্থানে। বাংলাদেশকে টপকে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে চলে এসেছে। আর বাংলাদেশ দশম স্থানে নেমে গেছে।
টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। যদিও দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০ থেকে কমে ৯–এ দাঁড়িয়েছে। প্রথমবারের মতো এবছর টি২০ র্যাঙ্কিংয়ে ১০০টি দল অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রাখা হয়েছে গত তিন বছরে কমপক্ষে আটটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা দলকে। ৩ নম্বরে রয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা যথাক্রমে রয়েছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।এর পরে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ে।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। যদিও দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৫ থেকে ১৩–তে নেমে এসেছে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৬। আর ইংল্যান্ডেঅর ১১৩। দক্ষিণ আফ্রিকা (১১১) এবং ভারত (১০৫) এক ধাপ নেমে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। এরপর রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে।