শোয়েব বশিরের বল মহম্মদ সিরাজের ব্যাটে লেগে গড়িয়ে স্টাম্প স্পর্শ করতেই যাবতীয় প্রতিরোধ শেষ। রুদ্ধশ্বাস লড়াই করেও শেষ পর্যন্ত হার। কাজে এল না রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের ক্রিজে আঁকড়ে পড়ে থাকা। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করে জো রুটের সেঞ্চুরির (১০২) ৩৮৭ রান তুলেছিল ইংল্যান্ড। ভারতেরও প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। সেঞ্চুরি করেন লোকেশ রাহুল (১০০)। ঋষভ পন্থ করেন ৭৪, রবীন্দ্র জাদেজা ৭২। দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দরের স্পিনে বিপর্যস্ত হয়ে গুটিয়ে যায় ১৯২ রানে। ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান ওয়াশিংটন। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারত তোলে ৪ উইকেটে ৫৮।
জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য ভারতের সামনে কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু চতুর্থ দিন ইনিংসের দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (৭ বলে ০) তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রাথমিক ধাক্কা সামলে এরপর সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। কিন্তু দিনের শেষবেলায় দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। ১৩ তম ওভারে প্রথমে করুণ নায়ারকে (৩৩ বলে ১৪) তুলে নেন ব্রাইডন কার্স। এক ওভার পরেই ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দেন তিনিই। ফেরান শুভমান গিলকে (৯ বলে ৬)। শুভমান ফিরে যাওয়ার পর নৈশপ্রহরী হিসেবে নামানো হয় আকাশদীপকে (১১ বলে ১)। তাঁর স্টাম্প ছিটকে দেন স্টোকস। ৪৭ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল।
জিততে গেলে ভারতীয় ব্যাটারদের ক্রিজ আঁকড়ে পড়ে থিকতে হত। কারণ, লক্ষ্য খুব একটা বেশি ছিল না। জয়ের গন্ধ পাওয়া ইংরেজরা যে পঞ্চম দিন সকালে মরণকামড় দেবেই, এটা প্রত্যাশিতই ছিল। সেটাই ঘটল। বিধ্বংসী স্পেলে জোফ্রা আর্চার তুলে নিয়েছিলেন ঋষভ পন্থ (৯) ও ওয়াশিংটন সুন্দরকে (০)। মাঝে জয়ের স্বপ্ন দেখানো লোকেশ রাহুলকে (৫৮ বলে ৩৯) ফেরান বেন স্টোকস। এরপর লড়াই করা নীতীশ রেড্ডিকে (৫৩ বলে ১৩) তুলে নেন ক্রিস ওকস। লাঞ্চের আগেই ৮ উইকেটে ১১২ ভারত।
এরপর বুমরা ও সিরাজকে নিয়ে লড়াই জাদেজার। বুমরা করেছেন ৫, সিরাজ ৪। কিন্তু ১০ ও ১১ নম্বর এই দুই ব্যাটার খেলেছেন যথাক্রমে ৫৪ ও ৩০ বল। নবম উইকেটে জাদেজার সঙ্গে ১৩২ বলে বুমরার ৩৫ রানের ও ৮০ বলে সিরাজের ২৩ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু শোয়েব বশিরের বলেই স্বপ্ন শেষ ভারতের। গুটিয়ে যায় ১৭০ রানে। ১৮০ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরজাতি থাকেন রবীন্দ্র জাদেজা। জোফ্রা আর্চার ও বেন স্টোকস ৩টি করে উইকেট নেন।