ব্র্যাডম্যান–গাভাসকারের রেকর্ড স্পর্শ শুভমানের, তিন সেঞ্চুরিতে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করল ভারত
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা ইংল্যান্ডেই খেলছেন শুভমান গিল। আর অধিনায়ক হিসেবে জীবনের প্রথম সিরিজেই দুই কিংবদন্তীর পাশে জায়গা করে নিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে চার–চারটি সেঞ্চুরি করেছেন ভারতের এই তরুণ অধিনায়ক। চারটি সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন শুভমান।
ব্র্যাডম্যান–গাভাসকারের রেকর্ড স্পর্শ করার পর ব্যাটে চুম্বন শুভমান গিলের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৫
Share on:
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা ইংল্যান্ডেই খেলছেন শুভমান গিল। আর অধিনায়ক হিসেবে জীবনের প্রথম সিরিজেই দুই কিংবদন্তীর পাশে জায়গা করে নিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে চার–চারটি সেঞ্চুরি করেছেন ভারতের এই তরুণ অধিনায়ক। চারটি সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন শুভমান।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শুভমান গিল। চলতি সিরিজে এটা তাঁর চতুর্থ সেঞ্চুরি। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকারের। ১৯৪৭–৪৮ মরশুমে ভারতের মাটিতে ৫ টেস্টের ৬ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান। আর ১৯৭৮–৭৯ মরশুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ টেস্টে ৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাসকার। এই দুজনের রেকর্ড স্পর্শ করলেন শুভমান। ব্র্যাডম্যান ও গাভাসকারকে ছাপিয়ে যাওয়ারও সুযোগ থাকছে শুভমান গিলের। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আর একটা সেঞ্চুরি পেলেই এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন শুভমান।
শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করল ভারত। ভারতের প্রথম ইনিংসে ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৬৬৯ রানের বিশাল ইনিংস খাড়া করে। জো রুট ছাড়াও সেঞ্চুরি করেন অধিনায়ক বেন স্টোকস। শেষদিকে ব্রাইডন কার্স ৫৪ বলে করে ৪৭। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ১৪৩ রানে ৪ উইকেট নেন।
৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ভারত। প্রথম ওভারেই যশস্বী জয়সওয়াল (০) ও সাই সুদর্শনকে (০) তুলে নিয়েছিলেন ক্রিস ওকস। অনেকেই ভেবে নিয়েছিলেন ভারতের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। এরপর লড়াই শুরু করেন অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করেন দুজনেই। চতুর্থ দিনের শেষে ৬৩ ওভারে ভারত ২ উইকেটে তুলেছিল ১৭৪। লোকেশ রাহুল ৮৭ ও শুভমান গিল ৭৮ রানে ক্রিজে ছিলেন।
পঞ্চম দিন সকালে শুরুতেই ফিরে যান লোকেশ রাহুল। ২৩০ বলে তিনি করেন ৯০। লোকেশ ফিরে যাওয়ার পর সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান। সেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিটে টিকতে পারেননি। ২৩৮ বলে ১০৩ রান করে তিনি আউট হন। ২২২ রানে ৪ উইকেট হারায় ভারত। তখনও হারের ভ্রূকূটি। এরপর দুরন্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে হতাশ করে দেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। ৪ উইকেটে ভার ৪২৫ তোলার পর ম্যাচ ড্র হয়ে যায়। ২০৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন। অন্যদিকে ১৮৫ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন জাদেজা। সিরিজের শেষ টেস্ট।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl