রিয়েল মাদ্রিদকে ৪–০ ব্যবধানে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি
আগের মাসেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরার তকমা পেয়েছে পিএসজি। একমাস যেতে না যেতেই আরও একটা খেতাবের সামনে দাঁড়িয়ে প্যারিসের এই ক্লাব। রিয়াল মাদ্রিদকে ৪–০ ব্যবধানে উড়িয়ে পৌঁছে গেল ক্লাব বিশ্বকাপের ফাইনালে। খেতাব জয়ের লড়াইয়ে পিএসজি–র সামনে এবার চেলসি।
ফাইনালে ওঠার পর পিএসজি ফুটবলারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১০, ২০২৫
Share on:
আগের মাসেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপ সেরার তকমা পেয়েছে পিএসজি। একমাস যেতে না যেতেই আরও একটা খেতাবের সামনে দাঁড়িয়ে প্যারিসের এই ক্লাব। রিয়াল মাদ্রিদকে ৪–০ ব্যবধানে উড়িয়ে পৌঁছে গেল ক্লাব বিশ্বকাপের ফাইনালে। খেতাব জয়ের লড়াইয়ে পিএসজি–র সামনে এবার চেলসি।
গতবছর পিএসজি–র সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়েল ও এমবাপেকে যেন সেই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার জন্যই নেমেছিল পিএসজি। পুরনো দলের বিরুদ্ধে এমবাপে কতটা জ্বলে উঠতে পারেন, সেটাও ছিল দেখার। কিন্তু পিএসজি কোচ লুই এনরিকে গোটা ম্যাচে এমবাপেকে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ দেননি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল পিএসজি। ফাবিয়ান রুইজ, ওসমানু ডেম্বেলে, গনকালো র্যামোসদের দাপটে বিধ্বস্ত হয়ে পড়ে রিয়েলের রক্ষণ। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। রাউল আসেনসিওর ভুলে বল পেয়ে যান ডেম্বেলে। তাঁর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। ৩ মিনিটের মধ্যে আবার গোল। এই গোলের জন্যও দায়ী রিয়েল রক্ষণ। রুডিগারের ভুলে আবার বল পেয়ে যান ডেম্বেলে। রিয়েল গোলকিপারকে কাটিয়ে তিনি জালে বল ঠেলেন। ২৪ মিনিটে প্রতি আক্রমণে ডুয়ের কাছ থেকে বল পেয়ে দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ফাবিয়ান রুইজ।
দ্বিতীয়ার্ধেও পিএসজি–র দাপট অব্যাহত ছিল। ফাইনালের কথা ভেবে নুনো মেন্ডেজ, ফাবিয়ান রুইজ, ডেম্বেলের মতো তারকাদের তুলে নেন পিএসজি কোচ লুই এনরিকে। তাতেও আক্রমণের ঝাঁঝ কমেনি। বেশ কয়েকটা সুযোগও তৈরি করে। ম্যাচের ৮৭ মিনিটে পিএসজি–র হয়ে চতুর্থ গোলটি করেন গনকালো র্যামোস। গোলটি তিনি উৎসর্গ করেন গাড়ি দুর্ঘটনায় নিহত পর্তুগালের ফুটবলার দিয়োগো জোটাকে।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl