গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। জোতার সঙ্গে মারা গেছেন তাঁর ভাই আন্দ্রে সিলভাও। বুধবার মাঝরাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ জাতীয় সড়কে।
২৮ বছর বয়সী পর্তুগালের এই তারকা ফুটবলার ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। জামোরা প্রদেশের এ–৫২ জাতীয় সড়কের ওপর জোতার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়েই জামোরার স্থানীয় দমকলবাহিনী ছুটে আসে। অগ্নিদগ্ধ গাড়ি থেকে মৃত অবস্থায় দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভাকে উদ্ধার করে।
গত ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্ডোসোকে বিয়ে করেন দিয়োগো জোতা। তাঁদের তিনটি সন্তান আছে। ২৮ জুন সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ছবি পোস্ট করেছিলেন দিয়োগো জোতা। ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস ডি ফেরেইরায় পেশাদার ফুটবলজীবন শুরু করেন জোতা। ২ বছর পর স্পেনার লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। লোনে পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলেন। ২০১৮ সালে ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে যোগ দেন। সেখানে ২ বছর কাটিয়ে লিভারপুলে যোগ দেন।
২০২০ সালের সেপ্টেম্বরে ৪ কোটি ১০ লাখ পাউন্ডে লিভারপুলে সই করেন জোতা। লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন। লিভারপুলের হয়ে ২০২১–২২ মরশুমে এফএ কাপ জেতেন। গত মরশুমে প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হন। পর্তুগালের জার্সিতে তাঁর অভিষেক ২০১৯ সালে ইউরো কাপের বাছাইপর্বে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত হিসেবে তাঁকে মাঠে নামানো হয়েছিল। চোটের জন্য ২০২২ বিশ্বকাপ দল থেকে ছিটকে যান। তবে গত বছর ইউরো কাপে তিনটি ম্যাচে খেলেছিলেন। ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগজয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন জোতা। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা।
জোতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবলমহল জোতার মৃত্যুতে বিধ্বস্ত। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও দুর্দান্ত ছিলেন জোতা। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি।’
জোতার মতো আন্দ্রে সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। তিনি পোর্তোর বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছিলেন।