ম্যাচের ইনজুরি সময়ে গোল করেই রিজার্ভ বেঞ্চের দিকে ছুটলেন জেসিন টিকে। সতীর্থর কাছ থেকে একটা জার্সি চেয়ে নিলেন। জার্সিতে লেখা, ‘শক্ত থেকো ওয়েনাড়। আমরা তোমার পাশে আছি। এটা তোমাদের জন্য।’ ডুরান্ড কাপে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে গোল করে অন্য বার্তা দিয়ে গেলেন কেরলের এই তরুণ ফুটবলার। গোল উৎসর্গ করলেন বিধ্বস্ত ওয়েনাড়ের উদ্দেশ্যে।
চোটের জন্য ছিলেন না দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ছিলেন না ক্লেইটন সিলভা, নন্দকুমাররাও। তাসত্ত্বেও ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয় আটকাল না। কাশ্মীরের এই দলকে ৩–১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপে নক আউটের দিকে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ ম্যাচে সামনে মোহনবাগান সুপার জায়ান্টস।
ডুরান্ড কাপে পরের ম্যাচই ডার্বি। ডার্বির কথা ভেবে দলের দুই সেরা স্ট্রাইকারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। দিমিত্রিয়স ও ক্লেইটন না থাকলেও লালহলুদের আক্রমণের ঝাঁঝ কিন্তু কম ছিল না। বিষ্ণু, ডেভিড, মহেশরা বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। মাঝমাঠকে দারুণ নেতৃত্ব দিলেন মাদিহ তালাল। সল ক্রেসপোও নিজেকে মেলে ধরলেন। ফলে জয় পেতে সমস্যা হল না ইস্টবেঙ্গলের।
৪ মিনিটেই মাদিহ তালালের কর্নার থেকে ভলিতে ডাউনটাউন গোলকিপারকে পরীক্ষা করে যান সল ক্রেসপো। মিনিট তিনেক পরই আবার ডাউনটাউন হিরোজের বক্সে আবার হানা দিয়েছিলেন মহেশ সিং। বক্সের মধ্যে তাঁকে ফেলে দিলেও রেফারি এড়িয়ে যান। অবশেষে ২৩ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন মাদিহ তালাল। ২ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডেভিডের সামনে। তিনি কাজে লাগাতে পারেননি। ইস্টবেঙ্গল অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। ৩০ মিনিটে সমতা ফেরান আফরিন। মিনিট তিনেক পরই আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে পিভি বিষ্ণুকে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেন সল ক্রেসপো।
দ্বিতীয়ার্ধে পরের জেসিন টিকে, আমন সিকে, আজাদদের নামান ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তাতেও কিন্তু আক্রমণের ঝাঁঝ কমেনি। লালহলুদের তরুণ ব্রিগেড দুর্দান্ত লড়াই করল। জেসিন, আমনরা আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। কিন্তু ব্যবধান বাড়াতে পারছিল না ইস্টবেঙ্গল। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে ডাউনটাউনের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান জেসিন টিকে। আউটসাইড–ইনসাইড ডজ করে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁপায়ের শটে ৩–১ করেন জেসিন। গোল করেই ভূমিধসে বিধ্বস্ত ওয়েনারের পাশে থাকা বার্তা দিলেন কেরলের এই তরুণ ফুটবলার।
আরও পড়ুনঃ চক্রান্তের শিকার ভিনেশ! বিশ্ব কুস্তি সংস্থার কাছে প্রতিবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় কুস্তিগীর
আরও পড়ুনঃ মাত্র ১০০ গ্রামের জন্য স্বপ্ন ভেঙে চুরমার, ইতিহাস গড়েও ধাক্কা, অলিম্পিক থেকে বাতিল ভিনেশ