অলিম্পিকে থেকে ভিনেশ ফোগাট বাতিল হওয়ায় নড়েচড়ে বসেছে সরকার। হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব কুস্তি সংস্থার কাছে প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। সংসদে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এরই মধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন অনেকেই। বাতিল হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি ভিনেশ ভোগাট।
বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রামের কাছাকাছি বেশি রয়েছে ভিনেশের। সারারাত চেষ্টা করেও ওজন কমাতে পারেননি। ওজন বেশি থাকায় ভিনেশকে বাতিল বলে ঘোষণা করে আয়োজক কমিটি। এরপরই ভারতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে আয়োজক কমিটির কাছে আরও কিছুটা সময় চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করা হয়নি। বাতিল করে দেওয়া হয় ভিনেশ ফোগাটকে।
ভিনেশ বাতিল হওয়ার কথা শুনেই প্যারিসে ভারতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো ঘটনা জেনে নেন। ভিনেশ ইস্যুতে সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। পিটি ঊষাকে ভিনেশের ব্যাপারে দৃঢ় প্রতিবাদ জানাতে অনুরোধ করেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। অলিম্পিক আয়োজক কমিটির কাছেও আবেদন করেছে। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী কোনও ক্রীড়াবিদ ওজনে ব্যর্থ হলে প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে।
এদিকে, ভিনেশ ফোগাট ইস্যুতে সংসদে বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, ‘ভিনেশের ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে এবং তাকে অলিম্পিক থেকে বাতিল করা হয়েছে। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানিয়েছে। আইওএ সভাপতি পিটি ঊষা প্যারিসে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলেছেন এবং তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সরকার এই বিষয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে সবরকম সাহায্য করবে।’
প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার খবর শুনে ভেঙে পড়েন ভিনেশ ফোগাট। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওজন কমানের জন্য সারা রাত ঘুমোননি। জল খেতে দেওয়া হয়নি। ফলে শরীরে জলের ঘাটতি দেখা যায়।
ভিনেশ ইস্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ২০০৮ সালে বেজিং অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। তিনি বলেছেন, ‘এটা ভারত ও ভারতীয় কুস্তিগীরদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। ভিনেশ যেভাবে পারফর্ম করছিলেন তা প্রশংসনীয়। তার সেই পারফরমেন্স হয়তো কেউ মেনে নিতে পারছিল না। আমরা এক রাতের মধ্যে ৫–৬ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি। ১০০ গ্রাম কমাতে কী সমস্যা? আমার মনে হয়, ভিনেশ কারও জন্য সমস্যা তৈরি করছিল। সেই কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। ভিনেশকে ১০০ গ্রাম ওজন কমানোর সুযোগ দেওয়া উচিত ছিল।’
আরও পড়ুনঃ মাত্র ১০০ গ্রামের জন্য স্বপ্ন ভেঙে চুরমার, ইতিহাস গড়েও ধাক্কা, অলিম্পিক থেকে বাতিল ভিনেশ
আরও পড়ুনঃ বিশ্বচ্যম্পিয়নকে হারিয়ে অঘটন, রুপো নিশ্চিত করে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট