দুই অসম শক্তির লড়াই। ধারেভারে বেঙ্গালুরু এফসি–র সঙ্গে কোনও তুলনাই হয় না মহমেডানের। কিন্তু ৩ গোলে পিছিয়ে পড়েও বিদেশীসমৃদ্ধ বেঙ্গালুরুর বিরুদ্ধে যে লড়াই করল সাদাকালোর তরুণ ব্রিগেড, সত্যিই কুর্নিশ জানাতেই হয়। শেষদিকে ১০ জনে খেলেও দুর্দান্ত লড়াই করে ৩–২ ব্যবধানে হার মহমেডানের। বিশ্বমানের গোল মহীতোষ রায়ের।
এদিন এগিয়ে থেকেই মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। তাঁরা যে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতেই এসেছে, শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন পেরেরা দিয়াজ, অ্যান্টোনিও মেনডেজ, চিংলেনসানারা। দাপট বজায় রেখে ৭ মিনিটেই এগিয়ে যায় বেঙ্গালুরু। বিনীতের কর্নার প্রথম পোস্ট থেকে হেডে ফ্লিক করে ৬ গজ বক্সের মাথায় রাখেন চিংলেনসানা। নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন বেঙ্গালুরুর ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ।
২২ মিনিটে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। পেরেরা দিয়াজ বাঁদিক দিয়ে বল নিয়ে উঠে এসে বক্সে ঢুকে পড়েন। গোল ছেড়ে বেরিয়ে আসেন মহমেডান গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। তাঁকে টপকে নীচু সেন্টার করেন দিয়াজ। বল ক্লিয়ার করার চেষ্টা করেন দীপু হালদার। কিন্তু ব্যর্থ হন। বল তাঁর পায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধের বাকি সময় আক্রমণের চাপ বজায় রাখলেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি বেঙ্গালুরু এফসি।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল বেঙ্গালুরুর। বারবার হানা দিচ্ছিল মহমেডান রক্ষণে। বেঙ্গালুরুর গতির সঙ্গে পেরে উঠছিলেন না সাদাকালো ফুটবলাররা। ৬০ মিনিটে বেঙ্গালুরুর হয়ে তৃতীয় গোলটি করেন বিনীত। এরপর কিছুটা খেলায় ফেরে মহমেডান। ৭৭ মিনিটে অ্যাশলে কোলির সেন্টার থেকে দারুণ হেডে ব্যবধান কমান ইসরাফিল দেওয়ান। এই গোলের মিনিট চারেক পরই ধাক্কা মহমেডানের। পেরেরা দিয়াজকে আটকাতে বক্স ছেড়ে বেরিয়ে এসে তাঁকে ফাউল করেন মহমেডান গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। রেফারি লালকার্ড দেখান শুভজিতকে। বেঙ্গালুরুর পক্ষে ফ্রিকিক দেন।
আগেই ফুটবলার বদল হওয়ায় গোলের নীচে দাঁড়ান ডিফেন্ডার দীপু হালদার। সুনীল ছেত্রীর ফ্রিকিক বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান দীপু। ম্যাচের ইনজুরি সময়ে ৪০ গজ দুর থেকে মহীতোষ রায়ের সোয়ার্ভিং শটে বিশ্বমানের গোল। হারের মাঝে মহমেডান দর্শকদের এটাই বড় প্রাপ্তি। টানা ৩ ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে গেল বেঙ্গালুরু। ডুরান্ড থেকে কার্যত বিদায় মহমেডানের।
আরও পড়ুনঃ মহৎ উদ্যোগে দাবা প্রতিযোগিতা, সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে
আরও পড়ুনঃ অলাবস্থার রেশ, বাংলাদেশ থেকে মহিলাদের টি২০ বিশ্বকাপ সরিয়ে নিতে চলেছে আইসিসি