দুই ছেলে দুই শিবিরে, নির্বাচনের প্রাক্কালে মোহনবাগানের সভাপতির পদ থেকে ইস্তফা টুটু বসুর
মোহনবাগান ক্লাবের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে স্বপনসাধন বসু ওরফে টুটু বসুর নাম। দীর্ঘদিন ধরেই তিনি ক্লাবের সভাপতির পদ অলঙ্কৃত করে রয়েছেন। ক্লাবের নির্বাচনের প্রাক্কালে হঠাৎই তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। সোমবার ক্লাবকে চিঠি দিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টুটু বসু।
সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন টুটু বসু।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫
Share on:
মোহনবাগান ক্লাবের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে স্বপনসাধন বসু ওরফে টুটু বসুর নাম। দীর্ঘদিন ধরেই তিনি ক্লাবের সভাপতির পদ অলঙ্কৃত করে রয়েছেন। ক্লাবের নির্বাচনের প্রাক্কালে হঠাৎই তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। সোমবার ক্লাবকে চিঠি দিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টুটু বসু। নির্বাচন নিয়ে দুই ছেলের মধ্যে তরজার জন্যই এই সিদ্ধান্ত।
ক্লাবকে দেওয়া চিঠিতে টুটু বসু লিখেছেন, ‘ক্লাবের নির্বাচন যেহেতু দোরগোড়ায়, তাই সদস্যদের উদ্দেশে আমারও কিছু বলা দরকার। কারণ, কোন কমিটি আসবে, তাতে থাকবেন কারা, তা ঠিক করবেন সদস্যরা। কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আসলে সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনও কিছু আমি করিনি, এবারও করব না। তাই ঠিক করেছি, মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি। আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে এই ইস্তফাপত্র গ্রহণ করবেন। যাতে আমার মন যা বলছে, তা নির্দ্বিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি।’
মোহনবাগান ক্লাবে নির্বাচন আসন্ন। নির্বাচন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে বসু পরিবার দু’ভাগ। নির্বাচনে লড়ার জন্য তৈরি টুটু বসুর এক ছেলে সৃঞ্জয় বসু। তিনিই বিরোধী শিবিরের মুখ। অন্যদিকে, বর্তমান শাসক গোষ্ঠীর হয়ে ময়দানে নেমেছেন সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসু। তিনি আবার ক্লাবের বর্তমান কমিটির সহ–সভাপতি। তিনি শাসক গোষ্ঠীর দেবাশিস দত্তর হয়ে প্রচার শুরু করেছেন। ক্লাবের সভাপতির চেয়ারে বসে একপক্ষের হয়ে প্রচার করতে পারবেন না বলেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন বলে ক্লাবকে দেওয়া চিঠিতে জানিয়েছেন টুটু বসু।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl