মার্কি ফুটবলার নবি, মেহতাব, দীপঙ্করদের সঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ট ডঃ ডোমিনিক স্যাভিও।
কলকাতার সেন্ট জেভিয়ার অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সেন্ট জেভিয়ার্স কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে জেভেরিয়ান সকার লিগ ২০২৫। এবারের প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পদার্পন করল। আলভিটো ডিকুনহা, রহিম নবি, মেহতাব হোসেন, দীপক মণ্ডল, অসীম বিশ্বাসের মতে ভারতের প্রাক্তন তারকা ফুটবলারদের খেলতে দেখা যাবে এই প্রতিযোগিতায়।
এবারের জেভেরিয়ান সকার লিগে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রদের মালিকানাধীন এবং উৎসাহী কর্পোরেট অংশীদারদের দ্বারা সমর্থিত। ১০ ও ১১ মে দু’দিনের এই ফাইভ–এ–সাইড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নক আউট ভিত্তিতে। প্রতিটি দল সাজানো হয়েছে ১ জন মার্কি প্লেয়ার, ১ জন অতিথি প্লেয়ার, ৩ জন বর্তমান ছাত্র এবং ৩ জন প্রাক্তন ছাত্রকে নিয়ে। মার্কি প্লেয়ার হিসেবে খেলবেন রহিম নবি, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, আলভিটো ডিকুনহা, ডেনসন দেবদাস, দীপক মণ্ডল, দীপঙ্কর রায় ও মহম্মদ রফিক।
যে আটটি ফ্রাঞ্চাইজি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেগুলি হল, সঞ্জীব কোনারের মালিকানাধীন শার্প শুটার্স, সুদেষ্ণা রায় চৌধুরীর মালিকানাধীন ক্রেডো অ্যাক্সিলারেট, ফয়জল হকের মালিকানাধীন জেভেরিয়ান টাইগার্স, রবি টোডির মালিকানাধীন বিটিএল ব্লাস্টার্স, বিনোদ লাহোটির মালিকানাধীন লেভিটাস, সুনীল আগরওয়ালের মালিকানাধীন ডিজিটাল স্ট্রাইকার্স, অতনু মালিকের মালিকানাধীন ওয়ারিয়র্স এবং অমিত বাজোরিয়ার মালিকানাধীন এলওডি লায়ন্স।
প্রতিযোগিতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ট ডঃ ডোমিনিক স্যাভিও বলেন, ‘জেভেরিয়ান সকার লিগ শিক্ষাবিদদের সাথে খেলাধুলা এবং সৌহার্দ্যের মিশ্রণের মাধ্যমে সামগ্রিক উন্নয়নের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই উদযাপনে শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র এবং ক্রীড়া ব্যক্তিত্বদের একত্রিত হতে দেখে আনন্দিত। দ্বিতীয় সিজনের সফলতার জন্য অ্যালামনি অ্যাসোসিয়েশনকে শুভকামনা জানাই।’