ভারতীয় ক্রিকেটে দেখা যাবে গুরু–শিষ্য জুটিকে? তবে জাতীয় দল নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। যুবরাজ সিং ও শুভমান গিলকে গুজরাট টাইটান্সে একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর আইপিএলে জুটি বাঁধতে পারেন যুবরাজ–শুভমান। তবে মাঠে নেমে খেলবেন না। গুজরাট টাইটান্সের হেড কোচের ভূমিকায় দেখা যেতে পারে যুবরাজকে।
সামনের মরশুমে আইপিএলে খোলনলচে বদলাতে পারে গুজরাট টাইটান্স। একদিকে যেমন মালিকানার হাতবদল ঘটতে পারে, তেমনই সাপোর্ট স্টাফেও আসবে পরিবর্তন। শোনা যাচ্ছে সিভিসি ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির অধিকাংশ মালিকানা ছেড়ে দিতে চাইছে। এই ব্যাপারে তারা আদানি ও টোরেন্ট গোষ্ঠীর সঙ্গে কথা বলেছে। আদানি গোষ্ঠী গুজরাটের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগেই ঝাঁপিয়েছিল। তখন সফল হয়নি। শোনা যাচ্ছে আদানি কিনতে আগ্রহী। কারণ, সংযুক্ত আরব আমীরশাহী টি২০ লিগে দল রয়েছে তাদের।
গুজরাট টাইটান্সের মেন্টরের দায়িত্বে ছিলেন গ্যারি কার্স্টেন। গত আইপিএল চলাকালীনই তিনি পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়েছেন। ক্রিকেট ডিরেক্টর রয়েছেন বিক্রম সোলাঙ্কি। আর হেড কোচ আশিস নেহরা। এই দুজনই গুজরাট টাইটান্সের দায়িত্ব ছাড়তে পারেন। নেহরার জায়গায় হেড কোচের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে যুবরাজ সিংয়ের। যুবরাজ দায়িত্ব নিলে তাঁর সঙ্গে শুভমান গিলের জুটি গড়ে উঠবে। কারণ, এই মুহূর্তে গুজরাট টাইটান্সের নেতৃত্বে রয়েছেন শুভমান।
যুবরাজ সিংয়ের সঙ্গে শুভমান গিলের অন্য সম্পর্ক রয়েছে। যুবরাজকে ‘গুরু’ হিসেবে মানেন শুভমান। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই শুভমানকে নিজে হাতে তৈরি করেছেন যুবরাজ। যে কোনও সমস্যায় এখনও যুবরাজের কাছে ছুটে যান শুভমান গিল। যখন খারাপ সময় চলছিল, যুবরাজের কাছে নেটে দিনের পর দিন অনুশীলন করে রানে ফিরেছিলেন শুভমান। যদি গুজরাট টাইটান্সের দায়িত্ব নেন যপবরাজ, তাহলে কিন্তু দারুণ জমে যাবে। এই জুটির হাত ধরে আবার সাফল্যের রাস্তায় ফিরতে পারে গুজরাট টাইটান্স।
আরও পড়ুনঃ আবার ড্র মোহনবাগানের, সুপার সিক্সের আশা ক্ষীণ, সমর্থকদের বিক্ষোভ, হুঁশ ফিরবে কর্তাদের?