শুক্রবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই মধুর প্রতিশোধ বেঙ্গালুরুর। আর এই প্রতিশোধের ম্যাচে রেকর্ড গড়লেন বিরাট কোহলি। পাশাপাশি রোহিত শর্মার একটা কীর্তিও স্পর্শ করলেন। কোহলির দাপটেই পাঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় বেঙ্গালুরুর।
টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। ভাল শুরু করেও ঘরের মাঠে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে পাঞ্জাব। ওপেনার প্রভসিমরণ সিং ১৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। আর এক ওপেনার প্রিয়াংশ আর্য ১৫ বলে ২২ রান করেন। জশ ইংলিস ১৭ বলে করেন ২৯। শশাঙ্ক সিং ৩৩ বলে ৩১ ও মার্কো জানসেন ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক শ্রেয়স আয়ার (১০ বলে ৬)নেহাল ওয়াধেরা (৬ বলে ৫), মার্কাস স্টয়নিস (২ বলে ১) ব্যর্থ। ক্রূণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৫ ও সুযশ শর্মা ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
ব্যাট করতে প্রথম ওভারেই উইকেট হারায় বেঙ্গালুরু। অর্শদীপের ওভারের শেষ বলে আউট হন ফিল সল্ট (৩ বলে ১)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল ১০৩ রান তোলেন। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাড়িক্কল। অন্যদিকে, বিরাট কোহলি ৪৩ বলে হাফ সেঞ্চুরি করেন। এদিন হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দিলেন কোহলি। আইপিএলে ৫০ বা তার বেশি রান করার রেকর্ড ছিল ওয়ার্নারের দখলে। তিনি মোট ৬৬ বার করেছিলেন। এর মধ্যে ৬২টি বার ৫০, ৪ বার ১০০। কোহলি ৫০ ও তার বেশি রান করলেন ৬৭ বার। এর মধ্যে ৫৯টি হাফ সেঞ্চুরি, ৮টি সেঞ্চুরি।
কোহলি ও পাড়িক্কলের জুটি ভাঙেন হরপ্রীত ব্রার। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬১ রান করে আউট হন পাড়িক্কল। রজত পতিদার ১৩ বলে ১২ রান করেন। এরপর জিতেশ শর্মাকে (৮ বলে অপরাজিত ১১) সঙ্গে নিয়ে বেঙ্গালুরুকে জয়ের লক্ষ্যে পৌংছে দেন বিরাট কোহলি। ৫৪ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১৮.৫ ওভারে ১৫৯/৩ তুলে ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে পাঞ্জাব কিংস।
ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙার পাশাপাশি ম্যাচের সেরা হয়ে রোহিত শর্মারও কীর্তি স্পর্শ করলেন কোহলি। কোহলি এই নিয়ে ১৯ বার আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। রোহিতও ১৯ বার আইপিএলে ম্যাচের সেরা হয়েছেন। কোহলি ২৬০তম ম্যাচে এই নজির স্পর্শ করলেন। রোহিত আইপিএলে এখনও পর্যন্ত ২৬৩টি ম্যাচ খেলেছেন। আইপিএলে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি ১৮৪ ম্যাচে ২৫ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
আরও পড়ুনঃ অবশেষে ছন্দে ফিরলেন রোহিত, চেন্নাইকে ৯ উইকেটে উড়িয়ে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই
আরও পড়ুনঃ জঘন্য ফুটবল খেলে মরশুম শেষ, প্রথম ম্যাচেই হেরে সুপার কাপ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের