টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হলেও একদিনের সিরিজে অন্য ছবি। প্রথম ম্যাচ ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল শ্রীলঙ্কা। ভারতকে ৩২ রানে হারিয়ে একদিনের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল। জেফ্রি ভ্যান্ডারসের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৩ বছর পর একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জয় পেল শ্রীলঙ্কা। জীবনের সেরা বোলিং করে ৩৩ রানে ৬ উইকেট তুলে নিলেন ভ্যান্ডারসে।
টস জিতে এদিনও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম বলেই ফর্মে থাকা পাথুম নিসাঙ্কাকে (০) তুলে নেন মহম্মদ সিরাজ। মরে হচ্ছিল, এদিন হয়তো বিপর্য়ে পড়বে শ্রীলঙ্কা। কিন্তু পরিস্থিতি দারুণভাবে সামাল দেন আভিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটের জুটিতে দুজনে তোলেন ৭৪। আভিষ্কাকে (৬২ বলে ৪০) তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। কুশল মেন্ডিসকেও (৪২ বলে ৩০) তুলে নেন। সমরাবিক্রমাকে (৩১ বলে ১৪) ফেরান অক্ষর প্যাটেল। এরপর দ্রুত ফেরেন জানিথ লিয়ানাগে (১২) ও চরিথ আসালঙ্কা (২৫)।
১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মনে হচ্ছিল ২০০ রানের গন্ডি টপকাতে পারবে না। দুনিথ ওয়েল্লালাগে (৩৫ বলে ৩৯) ও কামিন্দু মেন্ডিসের (৪৪ বলে ৪০) জুটি শ্রীলঙ্কাকে ২০০ রান পার করে দেয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে শ্রীলঙ্কা। ৩০ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৩৩ রানে ২ উইকেট নেন কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পান।
জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ওঠে ৯৭। রোহিতকে (৪৪ বলে ৬৪) তুলে নিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন জেফ্রি ভ্যান্ডারসে। তাঁর স্পিনের সামনে ভেঙে পড়ে ভারতীয় দলের মিডল অর্ডার। পরপর শুভমান গিল (৪৪ বলে ৩৫), শিবম দুবে (০), বিরাট কোহলি (১৯ বলে ১৪), শ্রেয়স আয়ার (৯ বলে ৭), লোকেশ রাহুলকে (০) তুলে নিয়ে ভারতের ইনিংসে ধস নামা। ২৩.১ ওভারে ১৪৭ রানে ৬ উইকেট হারায় ভারত। ৬টি উইকেটই তুলে নেন ভ্যান্ডারসে।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন অক্ষর প্যাটেল (৪৪ বলে ৪৪) ও ওয়াশিংটন সুন্দর (৪০ বলে ১৫)। এই দুজনকে তুলে নিয়ে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় ভারত। দুরন্ত বোলিং করে ৩৩ রানে ৬ উইকেট তুলে নেন ভ্যান্ডারসে। ২০ রানে ৩ উইকেট নেন আসালঙ্কা।
আরও পড়ুনঃ বক্সিংয়ে আশা শেষ, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, টানা দুটি অলিম্পিক পদক জেতা হল না লভলিনার
আরও পড়ুনঃ ৪৩ মিনিট ১০ জনে খেলেও পেনাল্টি শুট আউটে জয়, শ্রীজেশের হাত ধরে হকির সেমিফাইনালে ভারত