শচীন তেন্ডুলকার, বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় দলের নবনিযুক্ত অধিনায়ক শুভমান গিল। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিশতরান করার সঙ্গে সঙ্গে ছাপিয়ে গেলেন শচীন ও কোহলিকে। ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দ্বিশতরান করলেন শুভমান। পাশাপাশি প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করার নজির গড়লেন।
প্রথম দিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন শুভমান। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের কন্ডিশনে ফর্ম অব্যাহত রেখে টেস্টে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান তুলে নেন। তাঁর দ্বিশতরান আসে ৩১১ বলে। ১২২ ওভারে জশ টাঙের বল ফাইন লেগে ঠেলে সিঙ্গলস নিয়ে দ্বিশতরানে পৌঁছন শুভমান। একই সঙ্গে ছাপিয়ে যান শচীন তেন্ডুলকার ও বিরাট কোহলিকে।
অধিনায়ক হিসেবে ২৬ বছর ১৮৯ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন শচীন। আর কোহলি অধিনায়ক হিসেবে প্রথম দ্বিশতরান করেন ২৭ বছর ২৬০ দিন বয়সে। আর শুভমান গিল দ্বিশতরান করলেন ২৫ বছর ২৯৮ দিন বয়সে। ভারতের সর্ব কনিষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিশতরান করার রেকর্ড মনসুর আলি খান পতৌদির। কিংবদন্তি পতৌদি ২৩ বছর ৩৯ দিন বয়সে দ্বিশতরান করেছিলেন। মনসুর আলি খান পতৌদি, সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকার, এমএস ধোনি এবং বিরাট কোহলির পর ষষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিশতরান করলেন শুভমান।
২৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতরান করেছেন শুভমান। ১২ জন ভারতীয় ক্রিকেটারের প্রত্যেকের একটি করে দ্বিশতরান রয়েছে। ১৩তম ক্রিকেটার হিসেবে এই তালিকায় যোগ দিলেন শুভমান। সামগ্রিকভাবে এটা টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয়ের দ্বিশতরানের ৫০তম ঘটনা। সাতটি দ্বিশতরান করে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক দ্বিশতরানের রেকর্ড বিরাট কোহলির দখলে। রোহিত শর্মা, শচীন তেন্ডুলকার এবং বীরেন্দ্র শেহবাগের পর শুভমান গিল চতুর্থ ভারতীয় যিনি টেস্ট এবং একদিনের ম্যাচে দ্বিশতরান করলেন।
এছাড়া আরও রেকর্ড গড়েছেন শুভমান গিল। তিনিই প্রথম এশিয়ান অধিনায়ক ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছেন শুভমান। ভেঙে দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড। ১৯৯০ সালে ইংল্যান্ডের মাটিতে ১৭৯ রান করেছিলেন আজহার। অধিনায়ক হিসেবে এতদিন সেটাই ছিল কোনও ভারতীয়র রেকর্ড। ১২৫তম ওভারে শুভমান পরপর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ৩২৩ বলে ২২২ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয়দের মধ্যো সর্বোচ্চ ব্যক্তিগত রানে পৌঁছে যান। ভেঙে দেন ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাসকারের করা ২২১ রানের রেকর্ড।
আরও পড়ুনঃ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে জয় ৪ গোলে
আরও পড়ুনঃ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোতা