আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং করতে পারবেন কি সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারের ভাগ্য নির্ভর করছিল ভারতের ওপর। এখনও বোলিং করার অনুমতি পেলেন না সাকিব। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। বোলিং ত্রুটিমুক্ত না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বোলিং করতে পারবেন না। শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে সাকিবকে।
গতবছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ওই ম্যাচে সারে হারলেও দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট পেয়েছিলেন সাকিব। ওই ম্যাচের পরই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। রিপোর্টও জমা দেন। এরপর, ২ ডিসেম্বর বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষাতে পাশ করতে পারেননি। তাঁর বোলিং করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে ইসিবি।
এরপর ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন সাকিব। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে এখনও রিপোর্ট প্রকাশ করা হয়নি। চেন্নাইয়ে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছে তাঁর আর ইসিবি–র যৌথ উদ্যোগে। এই পরীক্ষার রিপোর্ট যাবে ইসিবি–তে। ইসিবি–ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জানাবে।
আইসিসি–র নিয়ম অনুযায়ী, কোনও বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার ২ বছরের মধ্যে আরও একবার অবৈধ হলে পরবর্তী এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী আইসিসি মনোনীত কোনও সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বোলিং করতে পারবেন না। তবে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। যে মুহূর্তে তাঁর মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন। আইসিসি–র নিয়মে অবশ্য বলা রয়েচে, যদি কোনও বোলারের মনে হয় তাঁর অ্যাকশন পরীক্ষার রিপোর্ট ত্রুটিপূর্ণ, তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন।
এখন প্রশ্ন, সাকিব যদি বোলিং করতে না পারেন, তাহলে তাঁকে কি দলে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? সে সম্ভাবনা খুবই কম। কারণ, শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে নাও খেলাতে পারে।
আরও পড়ুনঃ বোধধয় হচ্ছে বিরাট কোহলির? জুনে ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলার পরিকল্পনা