নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাটে রান ছিল না। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশায় ছিল, অস্ট্রেলিয়া সফরে রানে ফিরবেন বিরাট কোহলি। পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরি করে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছিলেন। কিন্তু সিরিজের বাকি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। অফস্টাম্পের বাইরের বলে দুর্বলতা বারবার প্রকট হয়ে উঠেছিল। জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সিরিজের আগে কাউন্টি ক্রিকেটে খেলার পরিকল্পনা রয়েছে বিরাট কোহলির।
ইংল্যান্ডের পরিবেশেও বল যথেষ্ট সিম করে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো সমস্যায় পড়তে পারেন। সেকথা মাথায় রাখেই প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চান না কোহলি। তাই কাউন্টি ক্রিকেটে খেলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও কোহলি আদৌও কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, কাউন্টি ক্রিকেটের সময় আইপিএল চলবে। আইপিএলের সঙ্গে কাউন্টি ক্রিকেটের সূচির সংঘাত বাধবে।
সদ্য সমাপ্ত বর্ডার–গাভাসকার ট্রফিতে কঠিন সময় কাঠিয়েছেন কোহলি। পার্থে প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি দিয়ে সিরিজ শুরু করেও ৫ টেস্টে সংগ্রহ মাত্র ১৯০। গড় ২৩.৭৫। অফস্টাম্পের বাইরের বলে তীব্র সংগ্রাম করতে হয়েছে। অফস্টাম্পের বাইরের বলে দুর্বলতার জন্য যেমন সমর্থকদের গঞ্জনা সহ্য করতে হয়েছে, তোমনই বিশেষজ্ঞদের কাছ থেকে প্রচুর সমালোচনা হজম করতে হয়েছিল। তাই ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি খেলে দুর্বলতা কাটাতে চান।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসির আশা কোহলি আবার স্বমহিমায় রানে ফিরবেন। কোহলির কি অবসর নেওয়া উচিত? এই প্রসঙ্গে ডুপ্লেসি বলেন, ‘এটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার। একজন খেলোয়াড়ের সামনে সেই সময় কখন উপস্থিত হবে, কেউ বলতে পারবে না। আমি জানি ওর মতো সুপার সুপার মোটিভেটেড আর কেউ নেই। অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। আমার মনে আছে, আমিও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। আমি নিশ্চিত, কোহলি আবার রানে ফিরবে।’
আরও পড়ুনঃ বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থতা, প্রি–কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় বাংলার