পুরুষদের বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল হারবার ডায়মন্ড ও হাওড়া ওয়ারিয়র্স। এবার শেষ চারে জায়গা করে নিল কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংসও। মহিলাদের লিগে সেমিফাইনালে উঠেছে স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কুইন্স, কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড।
বৃহস্পতিবার শিলিগুড়ি স্ট্রাইকার্সের সঙ্গে ম্যাচ ছিল কলকাতা টাইগার্স। বৃষ্টিতে মাঝপথে খেলা ভেস্তে যায়। বৃষ্টির জন্য ম্যাচ দেরিতে শুরু হয়েছিল। ওভার সংখ্যা কমিয়ে ৯ করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা টাইগার্স ৮ ওভারে ৫ উইকেটে ৭৬ রান তোলার পর আবার বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলই ১ পয়েন্ট করে পায়। ৭ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় কলকাতা টাইগার্স। অন্যদিকে, ৫ পয়েন্টে লিগ পর্ব শেষ করল শিলিগুড়ি স্ট্রাইকার্স।
পুরুষদের অন্য ম্যাচ ছিল রাঢ় টাইগার্স ও মেদিনীপুর উইজার্ডসের মধ্যে। বৃষ্টির জন্য ম্যাচ শুরুই হতে পারেনি। দুই দলই ১ পয়েন্ট করে পায়। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস ৫ রানে হাওড়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। ১০ পয়েন্ট পেলে লিগ টেবিলের শীর্ষে থাকে হারবার ডায়মন্ড। ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে কলকাতা টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস ও মালদা স্ম্যাশার্স ৮ পয়েন্টে শেষ করে। রান রেট ভাল থাকায় হাওড়া তৃতীয় ও মুর্শিদাবাদ চতুর্থ হয়ে শেষ চারে জায়গা করে নেয়।
অন্যদিকে, মহিলাদের লিগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কুইন্স, কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড। শুক্রবার প্রথম সেমিফাইনালে কলকাতা টাইগার্সের বিরুদ্ধে মাঠে নামবে মুর্শিদাবাদ কুইন্স। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্ম্যাশার্স মালদা ও হারবার ডায়মন্ড। শুক্রবার লিগ পর্বে তিনটি ম্যাচ ছিল। বৃষ্টির জন্য তিনটি ম্যাচই মাঝপথে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ স্লো ওভাররেট আটকাতে টেস্ট ক্রিকেটেও ‘স্টপ ক্লক’, একগুচ্ছ নিয়ম পরিবর্তন করল আইসিসি