পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের প্লেয়িং কন্ডিশনে কিছুদিন আগেই কয়েকটা পরিবর্তন করেছে আইসিসি। যেমন একদিনের ক্রিকেটে দুটি বলের ব্যবহার, বাউন্ডারির নিয়ম ইত্যাদি। এবার টেস্ট ক্রিকেটেও নতুন নিয়ম চালু করল আইসিসি। স্লো ওভাররেট সমস্যা দূর করতে টেস্টে ‘স্টপ ক্লক’ নিয়ম কার্যকর করেছে আইসিসি। ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়ে গেছে।
টেস্ট ক্রিকেটে স্লো ওভাররেট দীর্ঘদিনের সমস্যা। নতুন নিয়মে ঠিক হয়েছে একটা ওভার শেষ করার পর ৬০ সেকেন্ডের মধ্যে ফিল্ডিং দলকে অবশ্যই নতুন ওভার শুরু করতে হবে। আর সেটা করতে না পারলে ফিল্ডিং দলকে দুবার সতর্ক করবেন আম্পায়াররা। তৃতীয়বার নিয়ম লঙ্ঘন করলে ফিল্ডিং দলের ৫ রান জরিমানা হবে। বিপক্ষ দলের স্কোরের সঙ্গে সেই রান যোগ হবে। প্রতি ৮০ ওভার পর নতুন করে আবার সতর্কবার্তা দেওয়ার নিয়ম চালু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রে এই নিয়ম চালু হয়েছে।
ডিআরএসের ক্ষেত্রেও নিয়মের বদল নিয়ে এসেছে আইসিসি। ধরা যাক, একজন ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর রিভিউ নিলেন সংশ্লিষ্ট ব্যাটার। রিপ্লেতে দেখা গেল, বল ব্যাটে না লেগে প্যাডে লেগেছে। ক্যাচ আউটের সিদ্ধান্ত বাতিল করে তৃতীয় আম্পায়ার বল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হবেন, ব্যাটার এলবিডব্লু হয়েছেন কিনা। আগে নিয়ম ছিল ক্যাচ আউটের আবেদন বাতিলের পর এলবিডব্লুর ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে ‘নটআউট’ ঘোষণা করতেন তৃতীয় আম্পায়ার। নতুন নিয়মে বল ট্র্যাকিং গ্রাফিকস স্ক্রিনে দেখানোর সময় ‘অরিজিনাল ডিসিশন’ আউট থাকলে এবং ব্যাটসম্যান এলবিডব্লু হলে তাঁকে আউট ঘোষণা করা হবে।
লালা মাখানো বল পরিবর্তনের নিয়মেও পরিবর্তন নিয়ে এসেছে আইসিসি। আম্পায়াররা বলে লালা মেশানোর ঘটনা বুঝতে পারলেও বল পাল্টানোর বাধ্যবাধকতা থাকছে না। বলের অবস্থা খুব খারাপ হলে, তখন পাল্টাতে পারবেন আম্পায়াররা। আম্পায়াররা যদি মনে করেন বল পাল্টানোর প্রয়োজন নেই, তারপরও যদি বল বেশি সুইং করে কিংবা খেলতে অস্বাভাবিক লাগে, তবু তা পাল্টানো যাবে না। ব্যাটিং দলের স্কোরে ৫ রান যোগ হবে।
নো বলের ক্ষেত্রে ক্যাচের ব্যাপারেও এবার থেকে টিভি আম্পায়ারের ক্ষমতা বাড়ানো হয়েছে। আগে নো বল ঘোষণার পর ক্যাচটি বৈধ না অবৈধ, তা আর দেখার প্রয়োজন হত। কিন্তু নতুন নিয়মে নো বলেও ক্যাচ বৈধ ছিল কিনা, তা খতিয়ে দেখবেন তৃতীয় আম্পায়ার। যদি ন্যায্য ক্যাচ হয়, তাহলে ব্যাটিং দল নো বলের জন্য অতিরিক্ত রান পাবে এবং যদি ক্যাচটি পরিষ্কারভাবে না নেওয়া হয়, তাহলে ব্যাটিং দল ব্যাটারের নেওয়া রানের সমান রান পাবে। আগের প্লেয়িং কন্ডিশনে, টিভি আম্পায়ারের নো বলে নেওয়া ন্যায্যতা পরীক্ষার অধিকার ছিল না।
একজন ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে শর্ট রান নেন এবং সেটা ধরা পড়ে, তাহলে এত দিন ব্যাটিং দলকে ৫ রান জরিমানা করা হয়েছে। নতুন নিয়মে, কোনও ব্যাটার ইচ্ছাকৃতভাবে শর্ট রান নিলে আম্পায়াররা তখন ফিল্ডিং দলের কাছে জানতে চাইবেন, কোন ব্যাটসম্যানকে তারা স্ট্রাইকে চায়। অর্থাৎ ফিল্ডিং দলের ইচ্ছানুযায়ী স্ট্রাইক নিতে হবে ক্রিজের দুই ব্যাটারের যে কোনও একজনকে। পাশাপাশি ৫ রান জরিমানাও থাকছে।