মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্বে থাকা সত্ত্বেও এবার নাইট রাইর্ডার্সের মেন্টরের ভূমিকায় দেখা যাবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে। তবে মহিলাদের প্রিমিয়ার লিগে নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় দেখা যাবে ঝুলনকে। শুক্রবারই তিনি শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
দেশে না হলেও বিদেশে নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি ঝুলন গোস্বামী। ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ঝুলন বলেছেন, ‘নাইট রাইডার্স ভারতে এবং গোটা বিশ্বে দারুণ ফল করেছে। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যোগদান করাটা দুর্দান্ত ব্যাপার। মেন্টর হিসেবে আমাকে সুযোগ দেওয়ার জন্য নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। এই প্রতিযোগিতায় কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’
ঝুলন আরও বলেন, ‘নাইট রাইডার্সের সিইও ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেওয়ার ব্যাপারে ভেঙ্কি মাইসোরের সঙ্গে আমার কথোপকথন শুরু হয়েছিল। ম্যানেজমেন্ট হেড হিসাবে তিনি যেভাবে সকলের যত্ন নেন তা সত্যিই বিস্ময়কর। আইপিএল চলাকালীন কলকাতায় দেখা হলে শাহরুখ খান এবং ভেঙ্কি স্যার যেভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন এবং আমার সাথে কথা বলেছিলেন তাতে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি।’
ঝুলনকে মেন্টরের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ভেঙ্কি মাইসোর বলেন, ‘ঝুলন গোস্বামী মহিলা ক্রিকেটের কিংবদন্তি। ওকে আমরা টিকেআর মহিলা দলের মেন্টর হিসেবে পেয়ে খুশি। আমাদের বিশ্বাস, ঝুলনের মেন্টরশিপের অধীনে দল দারুণ জায়গায় পৌঁছবে। তরুণ ক্রিকেটাররা ঝুলনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে। ঝুলনকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে টিকেআর সেটআপে দেখার জন্য মুখিয়ে আছি।’
২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ঝুলন গোস্বামী। তিনি বর্তমানে মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ এবং পরামর্শদাতার দায়িত্বে রয়েছেন। বিদেশের কোনও টি২০ লিগে এটাই হবে তাঁর প্রথম দায়িত্ব। ২১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলবে। তিনটি দল প্রতিযোগিতায় খেলবে। দলগুলি হল গতবারের চ্যাম্পিয়ন বার্বাডোজ রয়্যালস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার নাইট রাইডার্সের হয়ে খেলবেন জেমিমা রডরিগেজ, মেগ ল্যানিং, জেস জোনাসেন এবং শিখা পান্ডেরা।
আরও পড়ুনঃ উইম্বলডন ফাইনালে সামনে আবার আলকারাজ, ইতিহাসের সামনে নোভাক জকোভিচ
আরও পড়ুনঃ টেস্ট জীবনের শেষ বলে উইকেট থেকে বঞ্চিত, ইংল্যান্ড ক্রিকেটে অ্যান্ডারসন যুগের অবসান