দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে অবশেষে এবছর আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের পুরুষ ক্রিকেট দল। একদিনের ও টি২০ ক্রিকেটে দু’বার করে বিশ্বচ্যাম্পিয়ন। মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপে অবশ্য এখনও সাফল্য আসেনি। একদিনের বিশ্বকাপে দু’বার ফাইনালে উঠে দু’বারই ব্যর্থ। আর টি২০ বিশ্বকাপে একবার ফাইনালে উঠে খেতাব আসেনি। এবছর অক্টোবরে মহিলাদের টি২০ বিশ্বকাপ। তার আগে কতটা তৈরি দল, এশিয়া কাপেই বড় পরীক্ষা হরমনপ্রীত কাউরদের কাছে। খেতাব ধরে রাখার লক্ষ্যে শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত।
মহিলাদের এশিয়া কাপে বরাবরই ভারতের আধিপত্য। টি২০ সংস্করণে চারটির মধ্যে তিনটিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর ৫০ ওভারের ফরম্যাটে চারবারই জিতেছে। অর্থাৎ মোট ৮ বারের প্রতিযোগিতার মধ্যে ৭ বারই চ্যাম্পিয়ন। সেই নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার লক্ষ্য নিয়েই শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন হরমনপ্রীতরা।
পুরুষেদের মতো মহিলাদের ক্রিকেটেও পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য ভারতের। এশিয়া কাপে টি২০ ফরম্যাটে দুই দলের সাক্ষাৎকারে ১৪টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র ৩টিতে। শুক্রবারও যে ভারত এগিয়ে থেকে মাঠে নামবে, সেকথা বলার অপেক্ষা রাখে না। দুর্দান্ত ফর্মে রয়েছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ব্যাটাররা রান পেয়েছেন। একদিনের সিরিজ ও টেস্ট সিরিজে ভারত জিতেছে। টি২০ সিরিজ অবশ্য ১–১ ড্র হয়েছে।
পাকিস্তানের আত্মবিশ্বাস অবশ্য তলানিতে। এশিয়া কাপে খেলতে আসার আগে ইংল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে সিরিজ হেরেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে। যদিও অধিনায়ক হিসেবে নিদা দারের ওপর আস্থা রেখেছে। ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় দলের মূল শক্তি স্পিন বোলিং। বাংলাদেশের মাটিতে স্পিনাররা সাহায্য পাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাধা যাদব। এছাড়া দীপ্তি শর্মা, সজীবন সাজানা এবং শ্রেয়াঙ্কা পাটিলও রয়েছেন।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত, টি২০–তে সূর্যকে ভবিষ্যতের নেতা চায় বোর্ড
আরও পড়ুনঃ চুনী, সুব্রতদের মতো দিকপালদের তালিকায়, মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি
আরও পড়ুনঃ মোহনবাগান ছেড়ে এফসি গোয়ায় যাচ্ছেন সাদিকু, স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে সবুজ–মেরুন