ব্রেন্ডন হামিল, ভিক্টর ইউস্তে, জনি কাউকোর পর আরও এক বিদেশিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ–মেরুন ছেড়ে এফসি গোয়াতে যোগ দিতে চলেছেন আলবেনিয়ার এই ফরোয়ার্ড। সাদিকুর ক্লাব বদলের ব্যাপারে দুই ক্লাবের কর্তাদের মধ্যে মৌখিক কথাবার্তা হয়েছে। এখন শুধুমাত্র চুক্তিপত্রে সই বাকি। সাদিকুর পরিবর্তে স্কটিশ মিডফিল্ডা গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্টস।
সবুজ–মেরুন জার্সি গায়ে ৩৫টি ম্যাচ খেলেছেন আর্মান্দো সাদিকু। কোচ জুয়ান ফেরান্দোর হাত ধরে তিনি মোহনবাগানে এসেছিলেন। গত মরশুমে খুব একটা ভাল ফর্মে ছিলেন না। অধিকাংশ ম্যাচেই তাঁকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতেন কোচ আন্তোনীয় হাবাস। সবুজ–মেরুনের দায়িত্ব নেওয়া কোচ মোলিনা নতুন বিদেশিদের নিয়ে দল সাজাতে চাইছেন। তাই দায়িত্ব নেওয়ার পরই হামিল, ইউস্তে, কাউকোদের ছেড়ে দিয়েছেন। এবার সাদিকুর পালা। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, সাদিকুকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি নিতে চায় মোহনবাগান। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
মোহনবাগান থেকে মুক্তি পাওয়ার পর এফসি গোয়াতে যোগ দিতে প্রস্তুত সাদিকু। দুই ক্লাবের মধ্যে মৌখিক চুক্তি হয়েছে। দ্রুত কাগজপত্র সম্পন্ন হবে। সাদিকুর বদলি হিসেবে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে সই করতে চাইছে। ২০২১ সালে জামশেদপুর এফসি–র হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী স্টুয়ার্ট। জামশেদপুরকে লিগ–শিল্ড জিতিয়েছিলেন। ১০ গোল করে গোল্ডেন বল জিতেছিলেন। এরপর তিনি মুম্বই সিটি এফসি–তে যোগ দেন। মুম্বইয়ের জার্সি গায়ে ৪৫ ম্যাচে ১৭টি গোল করেন। এই মুহূর্তে তিনি স্কটল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাব কিলমারনক এফসি–তে খেলছেন। সেখান থেকে আবার তিনি ভারতে ফিরে আসতে পারেন।
দুই ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের পেছনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্টকে ব্যবহার করতে চান মোলিনা। হামিল, ইউস্তের পরিবর্তে দুই ডিফেন্ডার ইংল্যান্ডের টম অলড্রেড ও স্পেনের আলবার্তো রড্রিগেজকে আগেই দলে নিয়েছে মোহনবাগান। সাদিকুকে ছেড়ে দেওয়ার পর মোহনবাগানে বিদেশির সংখ্যা দাঁড়াবে ৪। ফলে আরও দুজনকে নেওয়ার জায়গা থাকবে। তার মধ্যে একজন গ্রেগ স্টুয়ার্ট।
আরও পড়ুনঃ টংসিনের গোলে মুখরক্ষা, পিয়ারলেসকে হারিয়ে মান বাঁচাল মোহনবাগান সুপার জায়ান্টস