যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। প্রত্যাশামতোই গৌতম গম্ভীরকে ভারতের পুরুষদের সিনিয়র দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরকারিভাবে হেড কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করেছেন। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।
মঙ্গলবার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েকের সমন্বয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে গৌতম গম্ভীরের নাম হেড কোচ হিসেবে সুপারিশ করেছে। চলতি মাসের শেযের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন অ্যাওয়ে সিরিজ থেকে দায়িত্ব নেবেন গম্ভীর। ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি২০ ম্যাচ খেলবে।
নিজের এক্স–এ বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। হেড কোচ হিসেবে তাঁকে স্বাগত জানাই।’ জয় শাহ আরও লিখেছেন, ‘আধুনিক ক্রিকেট দ্রুত এগিয়ে চলেছে। গৌতম গম্ভীর এই পরিবর্তিত ল্যান্ডস্কেপটি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। পুরো ক্রিকেট কেরিয়ার জুড়ে তাঁকে বিভিন্ন ভূমিকায় পারদর্শী হিসেবে দেখা গেছে। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।’
নতুন ভূমিকায় গম্ভীরের সফল হওয়ার ব্যাপারেও আশাবাদী জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডও সবরকম সাহায্য করে তাঁর পাশে দাঁড়ানোরও অঙ্গীকার করেছে। এক্স–এ জয় শাহ লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার জন্য গম্ভীরের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, তাঁর বিশাল অভিজ্ঞতা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাঁর এই নতুন যাত্রা শুরু করার সাথে সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরকে সম্পূর্ণভাবে সাহায্য করবে, পাশে দাঁড়াবে।’
গম্ভীরের কাজ কিছুটা হলেও কঠিন করে দিয়ে গেছেন রাহুল দ্রাবিড়। দেশবাসীর বিশাল প্রত্যাশার মাঝে রোহিত শর্মাদের দায়িত্ব নিতে চলেছেন গম্ভীর। কারণ, এবছর টি২০ বিশ্বকাপ জিতে প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। টি২০ বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়ের সঙ্গে চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। দ্রাবিড় আর চুক্তি বাড়াতে রাজি হননি। গম্ভীরের সামনে প্রথম পরীক্ষা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। গম্ভীরের অবশ্য কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। তবে তিনি একাধিক আইপিএল দলে মেন্টর হিসেবে কাজ করেছেন। তাঁর মেন্টরশিপেই এবছর কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুনঃ চাপের মুখে দুরন্ত জয়, রেড আর্মিকে ৩-১ ব্যবধানে হারাল মহমেডান
আরও পড়ুনঃ অলিম্পিকে ‘নো সেক্স’, যৌনতা আটকাতে অভিনব খাট প্যারিসের গেমস ভিলেজে