পরপর দুটি ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, পরপর দুটি ম্যাচ জিতে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের কাছে ছিল জয়ের সরণিতে ফেরার লড়াই। আর দিল্লির কাছে ধারাবাহিকতা বজায় রাখার। চেন্নাই্কে জয়ের রাস্তায় ফিরতে দিল না লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং ও মিচেল স্টার্কের দুরন্ত বোলিং। চেন্নাইকে ২৫ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দিল্লি। জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ককে (০) তুলে নেন খলিল আমেদ। লোকেশ রাহুলের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান তিন নম্বরে নামা অভিষেক পোড়েল (২০ বলে ৩৩)। অধিনায়ক অক্ষর প্যাটেল (১৪ বলে ২১), সমীর রিজভিরা (১৫ বলে ২০) বড় রান না পেলেও দায়িত্বশীল ইনিংস খেলেন লোকেশ রাহুল। ৫১ বলে ৭৭ রান করে ইনিংসের শেষ ওভারে তিনি আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তোলে দিল্লি। ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। খলিল আমেদ ২৫ রানে ২ উইকেট নেন।
চিপকের মন্থর উইকেটে ১৮৪ রানের টার্গেট যথেষ্ট কঠিন। তার ওপর পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যেই দলের ৩ সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই রাচিন রবীন্দ্রকে (৩) তুলে নেন মুকেশ কুমার। পরের ওভারে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (৫) ফেরান মিচেল স্টার্ক। শিবম দুবে (১৫ বলে ১৮), রবীন্দ্র জাদেজার (২) ব্যর্থতা চাপ বাড়িয়ে দেয় চেন্নাইয়ের।
বিজয় শঙ্কর ও মহেন্দ্র সিং ধোনি ৮৪ রানের জুটি তৈরি করলেও চাপ থেকে বার করে দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। ৫৪ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। অন্যদিকে, ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন ধোনি। বিপরাজ নিগম ২৭ রানে ২টি ও মিচেল স্টার্ক ২৭ রানে ১টি উইকেট নেন। চেন্নাইকে হারিয়ে টানা ৩ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুনঃ ব্যাটে রান নেই, জরিমানার কবলে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ, দ্বিতীয় বার শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি
আরও পড়ুনঃ দুরন্ত বোলিং বেন সিয়ার্সের, একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান