ব্যাটে রান নেই। চার ম্যাচে সংগ্রহ যথাক্রমে ০, ১৫, ২, ২। আইপিএলের সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়েও একদিকে ব্যাটে রান নেই, অন্যদিকে আবার শাস্তির কবলে পড়লেন ঋষভ পন্থ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলকে জিতিয়েও শাস্তির মুখে পড়তে হল লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য ঋষভের জরিমানা হয়েছে। অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘন করায় শআস্তির মুখে পড়তে হয়েছে দিগ্বেশ রাঠিকেও।
শুক্রবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ১২ রানে জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। দলকে জয়ের রাস্তায় ফেরালেও ম্যাচ শেষে শাস্তি পেতে হল লখনউ অধিনায়ককে। নির্ধারিত সময়ে পুরো ওভার বল করতে পারেনি লখনউ। ফলে মন্থর ওভাররেটের কবলে পড়তে হয়েছে। মন্থর ওভাররেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে ঋষব পন্থের।
আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুক্রবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে মন্থর ওভার রেটের জন্য লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুসারে, এটা তার দলের মরশুমে প্রথম অপরাধ ছিল, যা সর্বনিম্ন ওভার রেট অপরাধের সাথে সম্পর্কিত, তাই ঋষভ পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’
শুক্রবার ম্যাচের সেরা হয়েছেন দিগ্বেশ রাঠি। কিন্তু আইপিএলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার জন্য তাঁরও জরিমানা হয়েছে। তবে জরিমানার পরিমান অনেকটাই বেশি। দিগ্বেশের ম্যাচ ফি–র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগেও একই অপরাধে জরিমানা হয়েছিল। এটা তাঁর লেভেল ওয়ানের দ্বিতীয় অপরাধ। এর ফলে তাঁর আরও একটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিগ্বেশের ২৫ শতাংশ জরিমানা হয়েছিল।
আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটা মরশুমে দিগ্বেশের দ্বিতীয় লেভেল ১ অপরাধ ছিল। তাঁকে মষাচ ফি–র ৫০ শতাংশ জরিমানা করা ছাড়াও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’ এই সপ্তাহের শুরুতে দিগ্বেশ রাঠি প্রথম জরিমানার কবলে পড়েন। পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যকে আউট করার পর নোটবুক উদযাপন করার জন্য তাঁর ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা করা হয়। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরের উইকেট নেওয়ার পর তিনি একই উদযাপনের পুনরাবৃত্তি করেন।