অভিষেকের এক বছরের মধ্যেই আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে! নজির গড়লেন ভারতের অভিষেক শর্মা
মাত্র এক বছর আগে দেশের জার্সি গায়ে অভিষেক। আর এর মধ্যেই কিনা আইসিসি–র র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন! হ্যাঁ, এই দুর্দান্ত নজির গড়লেন ভারতের অভিষেক শর্মা। আইসিসি–র টি২০ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের এই তরুণ মারখুটে ওপেনার।
মাত্র এক বছর আগে দেশের জার্সি গায়ে অভিষেক। আর এর মধ্যেই কিনা আইসিসি–র র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন! হ্যাঁ, এই দুর্দান্ত নজির গড়লেন ভারতের অভিষেক শর্মা। আইসিসি–র টি২০ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের এই তরুণ মারখুটে ওপেনার। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন অভিষেক।
চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক। সেই ইনিংস খেলেই তিনি নজর কাড়েন। যদিও তাঁকে পরিচিতি এনে দিয়েছিল আইপিএলে দুর্দান্ত ব্যাটিং। গতবছর টি২০ বিশ্বকাপের পর থেকে টি২০ ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাঁকে সরিয়ে শীর্ষে উঠে এলেন অভিষেক। তাঁর রেটিং পয়েন্ট ৮২৯। হেডের রেটিং পয়েন্ট ৮১৪। ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতেরই তিলক ভার্মা। সূর্যকুমার যাদব রয়েছেন ৬ নম্বরে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংকে আধিপত্য ধরে রেখেছেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে সেঞ্চুরি করে ৯০৪ রেটিং পয়েন্টে পৌঁছে গেছেন। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর অনেকটাই ব্যবধান। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৬৭। ৮১৬ পয়েন্টে তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। ভারতের ঋষভ পন্থ চোট সত্ত্বেও ম্যানচেস্টারে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। যশস্বী জয়সওয়াল তিন ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছেন। শুভমান গিল রয়েছেন দশম স্থানে।
বোলারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। অলরাউন্ডারদের টেস্ট র্যাঙ্কিংয়ে বদল এসেছে। ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি আর ৪ উইকেট নিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl