৯ বলে জয়ের জন্য দরকার ১৫ রান। হাতে ৩ উইকেট। টি২০ ক্রিকেটে একেবারেই সহজ লক্ষ্য। সেই সহজ লক্ষ্যই কঠিন করে তুললেন দিল্লি ক্যাপিটালসের টেল এন্ডাররা। ১৯ তম ওভারে যশপ্রীত বুমরার শেষ ৩ বলে দিল্লির ৩ জন ব্যাটার রান আউট। রান আউটের এই হ্যাটট্রিকই আইপিএলে চলতি মরশুমে প্রথম পরাজয়ের মুখে ঠেলে দিল দিল্লিকে। অক্ষর প্যাটেলের দলকে ১২ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
ঘরের মাঠে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়র অক্ষর প্যাটেল। আগের ম্যাচের মতোই ভাল শুরু করেছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে দুটি চার ও একটা ছক্কাও হাঁকান। মনে হচ্ছিল ব্যর্থতা কাটিয়ে এদিন রানে ফিরবেন। কিন্তু এদিনও সেই ব্যর্থতা সঙ্গী। বল শুরু করেও বড় রান এল না রোহিতের ব্যাট থেকে।
বিপরাজ নিগমের বল সুইপ করতে গিয়ে মিস করেন রোহিত। বল তাঁর বল প্যাডে লাগে। বিপরাজের লেগ বিফোর আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। অক্ষর প্যাটেল রিভিউ নেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউট দেন রোহিতকে। ১২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। চলতি আইপিএলে ৫ ম্যাচে রোহিতের রান যথাক্রমে ০, ৮, ১৩, ১৭, ১৮।
দলীয় ৪৭ রানে রোহিত আউট হওয়ার পর মুম্বইকে এগিয়ে নিয়ে যান রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদব। মুম্বইয়ের এই দুই ব্যাটার দারুণ খেলছিলেন। কুলদীপ যাদব জুটি ভাঙেন। প্রথমে তুলে নেন রায়ান রিকেলটনকে (২৫ বলে ৪১)। পরে ফেরান সূর্যকুমার যাদবকেও (২৮ বলে ৪০)। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (৪ বলে ২) রান পাননি। দলকে বড় রানে পৌঁছে দেন তিলক ভার্মা ও নমন ধীর। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিলক। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৯ রান করে আউট হন। নমন ধীর ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে মুম্বই।
জয়ের জন্য ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। ইনিংসের প্রথম বলেই আউট হন জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক (০)। এরপর অভিষেক পোড়েল ও করুণ নায়ারের হাত ধরে ম্যাচে ফেরে দিল্লি। দুজনের জুটিতে ওঠে ১১৯ রান। একাদশ ওভারে অভিষেককে (২৫ বলে ৩৩) তুলে নিয়ে জুটি ভাঙেন কর্ণ শর্মা। পরের ওভারে করুণ নায়ারকে তুলে নেন মিচেল স্যান্টনার। ৪০ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন নায়ার। ৩ বছর পর আইপিএলে ফেরেই দুরন্ত ইনিংস। আর আইপিএলে হাফ সেঞ্চুরি পেলেন ৭ বছর পর।
করুণ নায়ার আউট হওয়ার পর দ্রুত ফিরে যান অক্ষর প্যাটেল (৬ বলে ৯), ট্রিস্টান স্টাবস (৪ বলে ১), লোকেশ রাহুল (১৩ বলে ১৫)। পরপর ৩ উইকেট হারালেও দিল্লিকে লড়াইয়ে রেখেছিলেন বিপরাজ নিগম (৮ বলে ১৪) ও আশুতোষ শর্মা (১৪ বলে ১৭)। ১৯ তম ওভারে আশুতোষ, কুলদীপ (১ বলে ১) ও মোহিত শর্মার (১ বলে ০) রান আউটে জয়ের আশা শেষ হয়ে যায় দিল্লির। ১৯ ওভারে ১৯৩ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুনঃ আবার নজির, প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ১০০ হাফ সেঞ্চুরির মাইলস্টোন কোহলির