ব্যাট হাতে বাইশ গজে তিনি নামলেই রেকর্ড। এটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। আসলে বিরাট কোহলির নামের সঙ্গে ‘রেকর্ড’ শব্দটা জুড়ে গেছে। রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে আরও একটা কীর্তি জুড়ে গেল কোহলির নামের সঙ্গে। ভারত ও এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন। তাঁর অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে সহজ জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক রজত পতিদার। ওপেনিং জুটিতে রাজস্থান তোলে ৪৯। এই ম্যাচেও ব্যর্থ রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৯ বলে ১৫ রান করে তিনি আউট হন। এরপর দলকে টেনে নিয়ে যান যশস্বী জয়সওয়াল (৪৭ বলে ৭৫) ও রিয়ান পরাগ (২৩ বলে ৩৫)। শিমরন হেটমায়ের (৮ বলে ৯) রান পাননি।
১৬ ওভারে জশ হ্যাজেলউডের শেষ বলে এলবিডব্লিউ হন যশস্বী জয়সওয়াল। তিনি রিভিউ নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। ধ্রুব জুরেল ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৫ রান করে ও নীতীশ রানা ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ তোলে রাজস্থান রয়্যালস। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩২, যশ দয়াল ৪ ওভারে ৩৬, জশ হ্যাজলউড ৩ ওভারে ২৬ ও ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে ফিল সল্টের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার–প্লেতে কোনও উইকেটে না হারিয়ে ৬৫ রান তুলে ফেলে বেঙ্গালুরু। নবম ওভারে দলের ৯২ রানের মাথায় কুমার কার্তিকেয়ার বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। ৫টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬৫ রান করেন এরপর দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল।
ওয়ানিন্দু হাসারঙ্গার বলে ছক্কা মেরে টি২০ ক্রিকেটে শততম অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছন তিনি। চলতি আইপিএলে তৃতীয়। ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় তুলে নেয় বেঙ্গালুরু। কোহলি ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। দেবদত্ত পাড়িক্কল ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।
শততম টি২০ হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই ডেভিড ওয়ার্নারকে ছুঁয়ে ফেললেন বিরাচ কোহলি। আইপিএলে কোহলির হাপ সেঞ্চুরি দল ৫৮। ৮টি সেঞ্চুরি। ফলে আইপিএলে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব রান তিনি করলেন ৬৬ বার। যে কীর্তি আগে থেকেই রয়েছে ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নার আইপিএলে চারটি শতরান ও ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন এই অসি ওপেনার। আর টি২০ ক্রিকেটে ওয়ার্নারের হাফ সেঞ্চুরির সংখ্যা ১০৮ টি।