২০২১ সালে ব্রিসেবেনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই জয়েই নিস্পত্তি হয়েছিল সিরিজ। এবারের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ভারতের সমানে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৭৫। কোনও উইকেট না হারিয়ে ভারত ৮ রান তোলার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ। ম্যাচ ড্র। বলতে গেলে বৃষ্টিই ম্যাচের ফয়সালা হতে দিল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ক্রমশ দূরে সরছে ভারত। কাজ আরও কঠিন হয়ে গেল।
বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে যশপ্রীত বুমরা ও আকাশদীপের সৌজন্যে কোনও রকমে ফলোঅন এড়ায় ভারত। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ২৫২/৯। বুমরা ১০ ও আকাশদীপ ২৭ রানে অপরাজিত ছিলেন। এদিন ২৬০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৩১ রান করে আউট হন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে গিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া।
একসময় ৩৩ রানে ৫ উইকেট হারায়। পরপর ফিরে যান ম্যাকসুইনি (৪), খোয়াজা (৮), লাবুশেন (১), মার্শ (২), স্টিভ স্মিথ (৪)। ১৭ রান করে আউট হন ট্রাভিস হেড। ১০ বলে ২২ রান করেন প্যাট কামিন্স। ২০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। ৭ উইকেটে ৮৯ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। বুমরা ১৮ রানে ৩টি, আকাশদীপ ২৮ রানে ও ৩৬ রানে ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ২৭৫। ভারত ব্যাট করতে নামার ২.১ ওভার পর বৃষ্টি নামে। সেই সময় ভারতের রান ছিল ৮। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় টেস্ট ড্র হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং মেলবোর্ন টেস্টের আগে গোটা দলকে আত্মবিশ্বাস জোগাবে।
ব্রিসবেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে তিনিই টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন। অন্যদিকে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় চলে এলেন প্রথম পাঁচে। ৩৩টি টেস্টে বুমরার সংগ্রহ ১৪৫ উইকেট। সর্বাধিক উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন (৪১টি টেস্টে ১৯৫ উইকেট)। দুই থেকে চারে আছেন যথাক্রমে নাথান লায়ন (১৯০), প্যাট কামিন্স (১৮৯) ও মিচেল স্টার্ক (১৬১)।
আরও পড়ুনঃ ভাঙাচোরা দল নিয়েও পাঞ্জাবকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪–২ গোলে হারাল ইস্টবেঙ্গল, বেঁচে রইল সুপার সিক্সের স্বপ্নও
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে অবদানের স্বীকৃতি, ইডেনের গ্যালারিতে সৌরভের পাশে স্থান পাচ্ছেন ঝুলন গোস্বামী