অতীতে দেশের অন্য ক্রীড়া সংস্থার পাশে দাঁড়ানোর নজির রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকী, বিদেশের ক্রিকেট বোর্ডকেও আর্থিক সহায়তা করে থাকে। এবার ভারতীয় অলিম্পিক সংস্থার পাশে দাঁড়াল। প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সফল অভিযানের জন্য সাড়ে ৮ কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোশ্যাল মিডিয়ায় এক্স–এ জয় শাহ লিখেছেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের পাশে দাঁড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অলিম্পিক অভিযানে দেশের ক্রীড়াবিদদের সাহায্য করার জন্য বোর্ড ভারতীয় অলিম্পিক সংস্থাকে ৮.৫ কোটি টাকা সাহায্য দিচ্ছে। অলিম্পিকে অংশগ্রহনকারী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করুক। জয় হিন্দ।’
৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা ক্রীড়াবিদসহ মোট ১১৭ জন এবার প্যারিস অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এই ১১৭ জনের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ অ্যাথলিট। শুটিং দলে রয়েছেন ২১ জন। টেবল টেনিসে ৮ জন, পুরুষ হকি দলে ১৯ জন, ব্যাডমিন্টনে ৭ জন। এছাড়া কুস্তি, তীরন্দাজি ও বক্সিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন করে। টেনিসে তিনজন, সাঁতার ও সেইলিংয়ে দুজন করে। গল্ফে ৪ জন। ইকুয়েস্ট্রিয়ান, জুডো ও ভারোত্তোলনে ১ জন করে।
২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তার আগেই শুরু হয়ে যাবে রাগবি, ফুটবল, এবং তীরন্দাজির মতো ইভেন্ট। ২৫ জুলাই ব্যক্তিগত তীরন্দাজ র্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু হবে ভারতের লড়াই। ২০২১ টোকিও অলম্পিকে ভারত ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল। এবছর পদকের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুনঃ সমর্থকদের আবেগকে গুরুত্ব, নিজেদের মাঠ থেকে ম্যাচ সরছে, ডুরান্ডের নক আউটে সেরা দল নামাবে মহমেডান