জাতীয় গেমসে টেবিল টেনিসে দলগত বিভাগে জয়জয়কার বাংলার। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই সোনা এল বাংলার ঘরে। দুটি বিভাগেরই ফাইনালে বাংলা হারিয়েছে শক্তিশালী মহারাষ্ট্রকে। মহিলাদের বিভাগে বাংলার জয় ৩–১ ব্যবধানে। অন্যদিকে, পুরুষদের বিভাগে বাংলা ৩–০ ব্যবধানে হারিয়েছে সেই মহারাষ্ট্রকেই।
সেমিফাইনালে দিল্লিকে হারিয়ে রুপো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার মেয়েদের। সোনা আসে কিনা, সেটাই ছিল দেখার। অবশেষে ফাইনালেও বাজিমাত। বাংলাকে সোনা এনে দিলেন সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জি, পয়মন্তী বৈশ্যরা। ফাইনালে প্রথম সিঙ্গলসে স্বস্তিকা ঘোষকে হারিয়ে বাংলাকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন সুতীর্থা মুখার্জি। দ্বিতীয় সিঙ্গলসে দিয়া পরাগ চিতালের কাছে হারেন ঐহিকা মুখার্জি। তৃতীয় সিঙ্গলসে তানিশা কোটেচাকে হারিয়ে ২–১ ব্যবধানে বাংলাকে এগিয়ে দেন পয়মন্তী বৈশ্য। ফিরতি সিঙ্গলসে স্বস্তিকাকে হারিয়ে বাংলার সোনা নিশ্চিত করেন ঐহিকা মুখার্জি।
দলে থাকলেও ফাইনালে খেলেননি মৌমা দাস। কম্বিনেশনের জন্যই ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মৌমা। দল সোনা জেতার পর মৌমা বলেন, ‘সোনা জিততে পেরে খুবই ভাল লাগছে। ফাইনালের প্রতিপক্ষ মহারাষ্ট্র খুবই শক্তিশালী ছিল। ফাইনাল একেবারেই সহজ ছিল না। আগের ম্যাচগুলিতে খেললেও ফাইনালে সঠিক কম্বিনেশনের জন্য খেলিনি।’
এদিকে, পুরুষদের ফাইনালেও দাপট দেখালেন অনির্বান ঘোষ, আকাশ পাল, সৌরভ সাহা, রনিত ভঞ্জ, অনিকেত সেন চৌধুরিরা। ফাইনালে বাংলা ৩–০ ব্যবধানে হারিয়েছে মহারাষ্ট্রকে। প্রথম সিঙ্গলসে অনির্বান ঘোষ হারান যশ মোদিকে। দ্বিতীয় সিঙ্গলসে রেইগানকে হারিয়ে বাংলাকে ২–০ ব্যবধানে হারিয়ে দেন আকাশ ঘোষ। তৃতীয় সিঙ্গলসে চিন্ময়া সোমাইয়াকে হারিয়ে বাংলার সোনা জয় নিশ্চিত করেন সৌরভ সাহা।
আরও পড়ুনঃ খেলার কথাই ছিল না, অথচ অভিষেক ম্যাচে ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুররো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ম্যাথু ব্রিৎজকে
আরও পড়ুনঃ ডার্বি মানেই ইস্টবেঙ্গলের কাছে আতঙ্ক, এবার ইয়ুথ ফাউন্ডেশন লিগে জয় মোহনবাগানের