রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় জয়জয়কার উত্তর ২৪ পরগনার। ৩টি বিভাগে চ্যাম্পিয়ন ও ৬টি বিভাগে রানার্স হয়েছে এই জেলা। তবে পুরুষদের দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত হাওড়ার। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে হাওড়া ৩–২ ব্যবধানে হারিয়েছে উত্তর ২৪ পরগনাকে।
অনূর্ধ্ব ১১ বালক বিভাগের ফাইনালে উত্তর ২৪ পরগনা ৩–২ ব্যবধানে উত্তর কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগের ফাইনালে উত্তর কলকাতা আবার ৩–১ ব্যবধানে উত্তর ২৪ পরগনাকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে। অনূর্ধ্ব ১৩ বালক বিভাগেই চ্যাম্পিয়ন উত্তর কলকাতা। ফাইনালে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনাকে। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিন কলকাতা। ফাইনালে ৩–১ ব্যবধানে হারিয়েছে উত্তর ২৪পরগনাকে।
অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হাওড়া। রানার্স উত্তর ২৪ পরগনা। ফাইনালে হাওড়া জিতেছে ৩–১ ব্যবধানে। বালিকা বিভাগের ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি উত্তর ২৪ পরগনার। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে ২–৩ ব্যবধানে হারতে হয়েছে দক্ষিণ কলকাতার কাছে।
অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা বিভাগে অবশ্য বাজিমাত উত্তর ২৪ পরগনার। দুই বিভাগেই চ্যাম্পিয়ন। বালক বিভাগে ৩–২ ব্যবধানে হাওড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর বালিকা বিভাগের ফাইনালে ৩–১ ব্যবধানে হারিয়েছে পূর্ব কলকাতাকে। অনূর্ধ্ব ১২ ও মহিলাদের দলগত বিভাগের ফাইনাল শনিবার অনুষ্ঠিত হবে।
এদিকে, জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে এসে নস্টালজিক প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মোনালিসা বড়ুয়া মেহতা। বাংলার টেবিল টেনিসের প্রসার ও প্রতিভা দেখে তিনি আপ্লুত। তাঁর আশা মৌমা দাস, পৌলমী ঘটক, সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জিদের মতো সিন্দ্রেলা দাস, প্রাপ্তি সেনরাও জাতীয় স্তরে দাপট দেখাবেন। এবারের রাজ্য প্রতিযোগিতায় সিন্দ্রেলা না খেললেও প্রাপ্তি খেলছেন। প্রিয় স্যার জয়ন্ত পুশিলালকে শ্রদ্ধা জানাতে চ্যাম্পিয়ন হতে চান।