খেলার কথাই ছিল না, অথচ অভিষেক ম্যাচে ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুররো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ম্যাথু ব্রিৎজকে
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা খেলারই কথা ছিল না দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিৎজকের। আর সেই ক্রিকেটারই কিনা অভিষেক ম্যাচে করলেন বিশ্বরেকর্ড! হ্যাঁ, এই অভাবনীয় কান্ডটি ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ভেঙে দিয়েছেন ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুরনো রেকর্ড।
বিশ্বরেকর্ডের পর ম্যাথু ব্রিৎজকে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫
Share on:
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা খেলারই কথা ছিল না দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিৎজকের। দক্ষিণ আফ্রিকা টি২০ ক্রিকেট লিগের জন্য টনি ডি জর্জি, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, রায়ান রিকেলটনরা ম্যাচের আগে লাহোর পৌঁছতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না বলে ত্রিদেশীয় সিরিজে ব্রিৎজকেকে বাড়তি সদস্য হিসেবে যুক্ত করা হয়েছিল। আর সেই ক্রিকেটারই কিনা অভিষেক ম্যাচে করলেন বিশ্বরেকর্ড! হ্যাঁ, এই অভাবনীয় কান্ডটি ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ভেঙে দিয়েছেন ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের পুরনো রেকর্ড।
লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেছেন ব্রিৎজকে। যা একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচে ১৪৮ রান করেছিলেন হেইন্স। এতদিন পর্যন্ত এটাই ছিল একদিনের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। ইনিংসের ৪৫তম ওভারের শেষ বলে বেন সিয়ার্সকে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে হেইন্সের রেকর্ড ভেঙে দেন ব্রিৎজকে।
শেষ পর্যন্ত ১৪৮ বলে ১৫০ রান করে আউট হন এই প্রোটিয়া ওপেনার। তাঁর ইনিংসে রয়েছে ১১টি ৪ ও ৫টি ৬। ব্রিৎজকের দুরন্ত সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মুলডার ৬০ বলে করে ৬৪। জেসন স্মিথ ৫১ বলে ৪১। যদিও ব্রিৎজকের সেঞ্চুরি কাজে লাগেনি। ম্লান করে দিয়েছেন কেন উইলিয়ামসন। তাঁর ১১৩ বলে অপরাজিত ১৩৩ রানের দুরন্ত ইনিংস জয়ে এনে দেয় নিউজিল্যান্ডকে। ৪৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। একই সঙ্গে পৌঁছে যায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। ডেভন কনওয়ে ১০৭ বলে করেন ৯৭। গ্লেন ফিলিপ ৩২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl