আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাপ বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ভিনেশ ফোগাট। পদক ফেরতের দাবিতে কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন এই ভারতীয় কুস্তিগীর। বুঝবার রাতের দিকে তিনি ক্রীড়া আদালতের দ্বারস্থ হন। আর কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করার কয়েকঘন্টার মধ্যেই কুস্তিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ভিনেশ ফোগাট।
মহিলাদের কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট। প্রতিযোগিতায় নামার আগে তাঁর ওজন ছিল ৪৯.৯ কেজি। দ্বিতীয় দিন সকালে ওজন মাপার সময় দেখা যায় ৫০ কেজি থেকে ১০০ গ্রাম বেশি। এরপরই ভিনেশ ফোগাটকে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিশ্ব কুস্তি সংস্থার কাছে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন সাড়া না দিয়ে ভিনেশকে বাতিলের সিদ্ধান্তই বহাল রাখে।
এরপর বুধবার রাতে ভিনেশ ফোগাট কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন। তিনি ক্রীড়া আদালতের কাছে রুপো পদকের দাবি করেছেন। আজ তাঁর আবেদনের রায় ঘোষণার কথা। ক্রীড়া আদালতের নিয়ম অনুযায়ী, কোনও ক্রীড়াবিদ যদি মনে করেন, তাঁকে ইচ্ছাকৃত কিংবা অনৈতিকভাবে পদক দেওয়া হয়নি অথবা কেড়ে নেওয়া হয়েছে, তাহলে কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করা যায়। আদালতের রায় তাঁর পক্ষে গেলে পদক ফেরত পেতে পারেন ভিনেশ ফোগাট।
এদিকে, ফাইনাল থেকে বাতিল ঘোষণার পর কুস্তি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভিনেশ ফোগাট। সোশ্যাল মিডিয়ায় তিনি অবসর ঘোষণার কথা জানিয়েছেন। অবসরের কথা ঘোষণা করে ভিনেস ‘এক্স’–এ লিখেছেন, ‘মা, কুস্তি আমার বিরুদ্ধে জিতেছে, আমি হেরে গিয়েছি। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন এবং আমার সাহস ভেঙে গেছে। এখন আমার আর শক্তি নেই।’ তিনি আরও লিখেছেন, ‘বিদায় কুস্তি ২০০১-২০২৪।’ নিজের এই জায়গায় উঠে আসার জন্য সকলের কাছে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন ভিনেশ।
অসুস্থ হয়ে পড়ায় বুধবার সকালে প্যারিসের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভিনেশ ফোগাট। অবেশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হরিয়ানার ২৯ বছর বয়সী এই কুস্তিগীর তিনবারের অলিম্পিয়ান। তিনটি অলিম্পিকেই ভিন্ন ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৬সালে রিও–তে ৪৮ কেজি বিভাগে, ২০২১ টোকিও–তে ৫৩ কেজিতে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার প্যারিসে ৫০ কেজি ওজন বিভাগে। তিনটি কমনওয়েলথ গেমসে, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে তিনটি ভিন্ন ওজন বিভাগে তিনটি সোনা জিতেছেন। এছাড়াও ভিনেশ ২০১৮ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে সোনা জিতেছিলেন। এছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন৷ এবার অলিম্পিক পদক এলে বৃত্ত সম্পূর্ণ হত।
আরও পড়ুনঃ দুটি অলিম্পিক পদকের স্বপ্নপূরণ হল না, মাত্র ১ কেজির জন্য পদক হাতছাড়া মীরাবাই চানুর
আরও পড়ুনঃ চক্রান্তের শিকার ভিনেশ! বিশ্ব কুস্তি সংস্থার কাছে প্রতিবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় কুস্তিগীর