দলে সুযোগ না পাওয়ায় নির্বাচক, কোচ, ক্লাব কর্তাদের বিরুদ্ধে অনেক সময় ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটার কিংবা তাঁর অবিভাবক। প্রকাশ্যে বিবৃতি দিতেও দেখা গেছে। অসন্তোষ তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ব্যবহার করেন। কিন্তু এবার যে ঘটনা প্রকাশ্যে এসেছে, ক্রিকেট মাঠে কখনও শোনা যায়নি। ছেলে খেলার সুযোগ না পাওয়ায় পিচের মাঝখানে বসে অবস্থান বিক্ষোভ মায়ের।
ঘটনাটি ঘটেছে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত অনূর্ধ্ব ১৯ ছেলেদের আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্টে। বুধবার কটকের সানশাইন ক্রিকেট মাঠে। আয়ুশ মোহন্তি নামে এক ক্রিকেটার ভুবনেশ্বর ‘এ’ দলের হয়ে খেলেন। আগের চারটি ম্যাচে একটাতেও সুযোগ দেওয়া হয়নি আয়ুশ মোহান্তিকে। বুধবার ভুবনেশ্বর ‘এ’ দলের ম্যাচ ছিল। ছেলেকে খেলার সুযোগ না দেওয়ায় আয়ুশের মা প্রতিবাদে সানশাইন ক্রিকেট মাঠে পিচের মাঝখানে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। ঘটনার সময় আয়ুশের বাবা দিবাকর মোহান্তিও মাঠের বাইরে হারিজ ছিলেন।
বারবার অনুরোধ করেও কিছুতেই আয়ুশের মা–কে পিচ থেকে সরানো যাচ্ছিল না। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর নাটকের অবসান ঘটে। পুলিশদের হস্তক্ষেপের পর ম্যাচ শুরু হয়। পিচ থেকে তুলে নিয়ে এসে পুলিশ আয়ুশের মা ও তাঁর বাবা দিবাকর মোহান্তিকে আটক করে। আয়ুশের মা দাবি করেছেন, পুলিশ তাঁকে ও দিবাকর মোহান্তিকে মারধর করেছে।
আয়ুশের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে ভুবনেশ্বর ‘এ’ দলের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে খেলার সুযোগ দেওয়া হচ্ছিল না। ভুবনেশ্বরের কোচ বিশ্ববিজয় চন্দ্রচূড় মহাপাত্রকে তিনি দায়ী করেছেন। আয়ূশের মা বলেন, ‘আমার ছেলেকে কোচ চন্দ্রচূড় মহাপাত্র পক্ষপাতিত্ব করে খেলার সুযোগ দিচ্ছে না। চার ম্যাচে খেলার সুযোগ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। আমার ছেলের প্রতি অবিচার করা হয়েছে। তাই ন্যায়বিচারের জন্য পিচের ওপর শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি।’
এদিকে, বিবিসিসি মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আয়ুশকে তিনটি লিগ ম্যাচে খালার সুযোগ দেওয়া হয়েছিল। ৩ ম্যাচে মাত্র ১৬ রান করে। অন্যদের সুযোগ দিতে ওকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।’ ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও সুব্রত কুমার বেহেরা ঘটনার নিন্দা করেছেন। পাশাপাশি জানিয়েচেন, অনূর্ধ্ব ১৯ ছেলেদের আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ে সংস্থার কোনও ভূমিকা নেই।
আরও পড়ুনঃ সূর্যকুমারের পর সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে যশস্বী, দারুণ অগ্রগতি মুকেশ কুমার–শুভমান গিলদের