কথায় আছে না, হাতি কাদায় পড়লে ব্যাঙে এসেও লাথি মারে। মহম্মদ রিজওয়ানদের এখন সেই অবস্থা। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর ঘরে–বাইরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেটারদের। সুনীল গাভাসকার তো বলে দিয়েছেন, ভারতের ‘বি’ দলকেও এরা হারাতে পারবে না। এবার বাবর আজমদের খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম।
২৩ ফেব্রুয়ারি ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। ম্যাচের পরই টেন স্পোর্টসের ‘ড্রেসিংরুম’ নামে এক অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আক্রাম। ওই অনুষ্ঠানে আক্রামের সঙ্গে অতিথি ছিলেন ওয়াকার ইউনিস, ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা ও নিখিল চোপড়া।
অনুষ্ঠান চলাকালীন এক সময় আক্রাম ইউনিস, জাদেজা ও চোপড়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তিনজনের কাছে একটা ব্যাপার জানতে চাই। ম্যাচের দ্বিতীয় বা তৃতীয় জলপানের বিরতির সময় দেখলাম, এক প্লেট কলা নিয়ে আসা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। মাঠে এত কলা এল! এত কলা তো বাঁদরেও খায় না! এটা পাকিস্তানের ক্রিকেটারদের ডায়েট!’
এরপরই ইউনিসের কাছে আক্রাম জানতে চান, ‘তুমি বোলিং করার সময় কটা কলা খেতে?’ আক্রামের প্রশ্ন শুনে ওয়াকার হাসতে থাকেন। তারপর আক্রাম হাসতে হাসতে বলেন, ‘বোলিংয়ের সময় আমরা যদি এভাবে কলা খেতাম, ইমরান ভাই আমাদের পিটিয়েই মেরে ফেলতেন।’ পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন আক্রাম।
আরও পড়ুনঃ ডাকেটের চোখের সামনে গুড়িয়ে গেল তাঁর রেকর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক আফগানিস্তানের ইব্রাহিম জাদরান