একটা নামই আকর্ষণ বাড়িয়ে দিয়েছে দিল্লি ও রেলওয়েজ রনজি ম্যাচের, ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি। ১২ বছর পর আবার দিল্লির হয়ে মাঠে নামতে চলেছেন ‘কিং কোহলি’। বৃহস্পতিবার থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ও রেলওয়েজ। কোহলির জন্যই এই ম্যাচের আকর্ষণ বেড়ে গিয়েছে।
কীভাবে ম্যাচের গুরুত্ব বাড়ল? সেই অর্থে দিল্লি ও রেলওয়েজ দলে কোনও তারকা ক্রিকেটার নেই। এই ম্যাচ যে সম্প্রচার করা হবে, আগে থেকে ঠিক ছিল না। হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, এই ম্যাচের লাইভ সম্প্রচার করতে হবে। কোহলির খেলবেন বলেই এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে ক্রিকেটমহলে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। সবাই তাকিয়ে রয়েছেন কোহলির দিকে। দীর্ঘদিন ব্যাটে রান নেই। বোর্ডের নির্দেশ, ফাঁকা থাকলে সব ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। আগের সপ্তাহেই মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত, যশস্বীরা। দিল্লির হয়ে ঋষভ, পাঞ্জাবের হয়ে শুভমান। এবার কোহলির পালা।
দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। তিনি চেয়েছিলেন এই ম্যাচে কোহলি দিল্লিকে নেতৃত্ব দিক। কিন্তু কোহলি তাঁর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে কোহলির জন্য নিজের ৪ নম্বর জায়গা ছেড়ে দিয়েছেন বাদোনি। জন্টি সাধুর জায়গায় খেলবেন কোহলি। দিল্লির এই দলে নভনীত সাইনি একমাত্র কোহলির সঙ্গে খেলেছেন। ২০১২ সালে নভনীতের অভিষেক হয়েছিল। ১২ বছর পর আবার কোহলির সঙ্গে তিনি দিল্লির হয়ে খেলবেন। ড্রেসিংরুমে কোহলিকে পেয়ে রীতিমতো আপ্লুত দিল্লির ক্রিকেটাররা।
এখনও পর্যন্ত ২৩টি রনজি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। রান করেছেন ১৫৪৭। ৫টি সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। ২০১১ সালে টেস্ট অভিষেকের পর মাত্র একটাই রনজি ম্যাচ খেলেছেন। ২০১২–১৩ মরশুমে সেই ম্যাচে ৫৭ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল ৪৩।১২ বছর পর রনজি খেলতে নেমে নিজের ফর্ম আবার ফিরে পান কিনা, সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটমহল।
আরও পড়ুনঃ চূড়ান্ত ডামাডোল মহমেডানে, বকেয়া বেতন নিয়ে ফিফার দ্বারস্থ, পদত্যাগ করলেন কোচ আন্দ্রে চেরনিশভ