অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। তারপর থেকে শুধুই ব্যর্থতা। আর এই ব্যর্থতার রেশ পড়ল আইসিসি–র র্যাঙ্কিংয়ে। টেস্ট ক্রিকেটে ১২ বছরে এত খারাপ সময় আগে কখনও আসেনি বিরাট কোহলির। একধাক্কায় নেমে গেছেন ২৭ নম্বরে।
২০১২ সালের ডিসেম্বরে বিরাট কোহলির টেস্ট র্যাঙ্কিং ছিল ৩৬। তখনও তিনি ‘বিরাট’ হননি। এরপর নিজেকে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে মেলে ধরেছেন। কখনও শীর্ষে, কখনও দ্বিতীয় স্থান, চতুর্থ, পঞ্চম স্থানেও ছিলেন। অধিকাংশ সময়ই প্রথম দশের মধ্যে জায়গা ধরে রাখতেন। ১২ বছর পর এবারই প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। ৩ ধাপ নেমে রয়েছেন ২৭ নম্বরে। অন্যদিকে, বাবর আজম ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে।
শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও রান পাননি বিরাট কোহলি। তখন অনেকেই বলেছিল, অস্ট্রেলিয়ার মাটিতে রানে ফিরবেন। কিন্তু পার্থে টেস্টের একটা ইনিংস ছাড়া গোটা সিরিজেই চূড়ান্ত ব্যর্থ। তার রেশ পড়েছে র্যাঙ্কিংয়ে। শুধু কোহলি নন, অধিনায়ক রোহিত শর্মারও র্যাঙ্কিংয়ে চূড়ান্ত অবনতি হয়েছে। তিনি নেমে গেছেন ৪২ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম তিনটি স্থানে অবশ্য কোনও বদল নেই। জো রুট, হ্যারি ব্রুক ও কেন উইলিয়ামসন প্রথম তিনটি জায়গা ধরে রেখেছেন।
সিডনি টেস্টে ১০ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড জীবনে প্রথমবার সেরা দশের মধ্যে ঢুকে পড়েছেন। ৩৫ বছর বয়সী এই পেসার ২৯ ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছেন। টেস্ট বোলারদের শীর্ষস্থান অবশ্য যশপ্রীত বুমরাই ধরে রেখেছেন আছে। ২ নম্বরে থাকা জশ হ্যাজেলউড দুই ধাপ নেমে গেছেন। এক ধাপ করে এগিয়ে ২ নম্বরে প্যাট কামিন্স, তিনে কাগিসো রাবাদা।
আরও পড়ুনঃ ডার্বির আগেই আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল, দলে নেইমারের বিরুদ্ধে ভেনেজুয়েলার রিচার্ড