টি২০ ক্রিকেটে দেশের হয়ে নীল জার্সি গায়ে আর দেখা যাবে না বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দেশকে বিশ্বকাপ জিতিয়েই ক্রিকেটের সংক্ষিপ্তততম ফরম্যাটে ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সরে দাঁড়ালেন বিরাট কোহলিও। টি২০ ক্রিকেটে অবসান হল কোহলি–রোহিত যুগের।
২০২২ টি২০ বিশ্বকাপ জেতার পর দীর্ঘদিন দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি কোহলি। এই বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়েও একসময় প্রশ্ন উঠেছিল। যাবতীয় জল্পনা–কল্পনা উড়িয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেন। চেয়েছিলেন দেশকে বিশ্বকাপ জিতিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাবেন। আর বিদায় জানানোর সেই আদর্শ মঞ্চ পেয়েই তিনি সরে দাঁড়ালেন।
বিশ্বকাপ জয়ের পর সম্প্রচারকারী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এটাই আমার জীবনের শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় জানানোর। সেই লক্ষ্যে সফল হয়েছি। আমার এই সরে যাওয়ার পেছনেই গোপন কিছু নেই। পরের প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। তারাই এবার দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
কোহলির মতো মাঠে ঘোষণা না করলেও সাংবাদিক সম্মেলনে এসে টি২০ ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা জানান রোহিত। তিনি বলেন, ‘দেশের হয়ে এটাই টি২০ ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করেছিলাম। প্রত্যেকটা মুহূর্ত দারুন উপভোগ করেছি। বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় জানানোর মতো ভাল মুহূর্ত আর কিছুই হতে পারে না।’
দলের জয় প্রসঙ্গে রোহিত বলেন, ‘এই জয় ব্যাখ্যা করা খুব কঠিন। গত তিন চার বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। সেই পরিশ্রমের আজ ফল পেলাম। বেশ কয়েকটা ম্যাচে আমরা চাপ নিতে পারিনি। দলকে হারতে হয়েছিল। দেওয়ালি পিঠ থেকে যাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা ছেলেরা শিখেছে। সতীর্থদের লড়াই আজ বিশ্বকাপ জিততে সাহায্য করেছে।’