বাংলার তরুণ প্রতিভাদের দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন জোরে বোলার বেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। দুজনেরই দাবি, বাংলায় দারুণ প্রতিভা রয়েছে। তাদের শুধু ঘসামাজা করা দরকার। বাংলার ভিশন ২০২৮–র প্রথম পর্ব শেষ হওয়ার পর নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রসাদ ও হিরওয়ানি।
অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে ৩০ জুন শুরু হয়েছিল বাংলার ভিশন ২০২৮–এর প্রথম পর্ব। রবিবার প্রশিক্ষণ শিবির শেষ হল। ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন মনোজ তেওয়ারি, জোরে বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ। স্পিনারদের কোচ নরেন্দ্র হিরওয়ানি। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে দক্ষ কোচদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তরুণ ক্রিকেটাররা।
বেঙ্কটেশ প্রসাদ বলেন, ‘বাংলার জোরে বোলাররা দারুণ প্রতিভাবান। তবে প্রত্যেককে অনেক উন্নতি করতে হবে। দক্ষতা নিয়ে কাজ করার দরকার। এই কদিনের শিবিরে অনেকেই উন্নতি করেছে। তবে আরও পরিশ্রম করতে হবে। প্রত্যেকেই শেখার ব্যাপারে দারুণ আগ্রহী। ওদের এই আগ্রহ দেখে আমি মুগ্ধ। প্রত্যেকের সঙ্গে কথা বলে মনে হয়েছে, ওদের বোলিংয়ে পরিবর্তন নিয়ে আসতে পারব। এই অফ সিজনেই দক্ষতা নিয়ে কাজ করতে হবে। মরশুম শুরু হলে আরও কার্যকর হবে।’
প্রাক্তন লেগস্পিনার হিরওয়ানি চান, তরুণ ক্রিকেটারদের প্রযুক্তিগত এবং কৌশলগত দিকগুলিতে আরও উন্নতির প্রয়োজন আছে। তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটারদের প্রতিভা রয়েছে। আমরা তাদের গাইড করতে এবং সঠিক পথ দেখাতে এসেছি। তবে পরামর্শ নেওয়া এবং মাঠে পারফর্ম করা ক্রিকেটারদের ব্যাপার। প্রত্যেকেই দারুণ প্রতিভাবান। যত সময় এগোবে, আরও উন্নতি করবে। অনূর্ধ্ব ১৬ স্তরে বেশি করে জোর দিতে হবে। এটাই তৈরি করার সময়। টেকনিক্যালের চেয়ে কৌশলগত দিক নিয়ে বেশি পরিশ্রম করছি।’
ব্যাটিং পরামর্শদাতা মনোজ তেওয়ারি তরুণ ক্রিকেটারদের অভিভাবক ও কোচদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের মৌলিক বিষয়গুলিতে ফোকাস করেছেন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো দেখেছি। প্রত্যেকেই ভালো সাড়া দিয়েছে। ক্রিকেটারদের হোমওয়ার্ক দিয়েছি অনুশীলন এবং ড্রিল নিয়ে কাজ করার জন্য। তরুণদের অভিভাবক এবং তাদের কোচদের সঙ্গেও কথা বলেছি। কোচদেরও গাইড করা হয়েছে। আশা করছি এই শিবির আগামী দিনে তাদের সাহায্য করবে।’