ট্রেন্ডিং

Afghanistan vs New Zealand Test

ইতিহাসে আফগানিস্তান–নিউজিল্যান্ড টেস্ট, ৯১ বছরের ইতিহাসে প্রথম, বৃষ্টির জন্য টেস্টে একবলও খেলা হল না ভারতে

গ্রেটার নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে একবলও খেলা হল না। বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত।

বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে একবলও খেলা হল না।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪
Share on:

বৃষ্টির জন্য কোনও টেস্ট ম্যাচে একবলও খেলা হয়নি, গত ৯১ বছরে এশিয়ান ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এবার সেই ধরণের ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। গ্রেটার নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে একবলও খেলা হল না। বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত। 

ম্যাচ শুরুর আগের দিন রবিবার বৃষ্টি হয়েছিল নয়ডাতে। কিন্তু টেস্টের প্রথম দুদিন ঝকঝকে রোদ থাকলেও আউটফিল্ড খেলার উপযোগী করতে পারেননি মাঠকর্মীরা। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার কাছ থেকে সুপার সপার ভাড়া করে নিয়ে এসে, বড় ইলেকট্রিক স্ট্যান্ড ফ্যান চালিয়েও কোনও কাজ হয়নি। আশা করা হয়েছিল, তৃতীয় দিন খেলা শুরু করা যাবে। কিন্তু সকালে আবার বৃষ্টি নামায় সেদিনের খেলাও পরিত্যক্ত হয়। চতুর্থ দিনও একবলও খেলা হয়নি। 

শুক্রবার ছিল পঞ্চম তথা শেষ দিন। এদিনও সকাল থেকেই বৃষ্টি। ম্যাচ শুরু করার কোনও সম্ভাবনাই ছিল না। ফলে আম্পায়াররা সাত–সকালেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার একবলও খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হল। আজ সকালে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘‌এখনও গ্রেটার নয়ডায় বৃষ্টি অব্যহত। প্রবল বর্ষণের কারণে, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের পঞ্চম এবং শেষ দিনেলর খেলাও বাতিল করা হয়েছে।’‌ 

১৯৩৩ সাল থেকে এখনও পর্যন্ত এশিয়ায় মোট ৭৩০টি টেস্ট হয়েছে। বৃষ্টির জন্য এক বলও খেলা না হওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সলাবাদে পাকিস্তান ও জিম্বাবোয়ের মধ্যে টেস্ট ম্যাচেও একটা বলও খেলা হয়নি। যদিও সেই টেস্ট বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়নি, ঘন কুয়াশার কারণে খেলা হয়নি।

নিজেদের দেশে পরিকাঠামো নেই বলে আপাতত ভারতের মাটিতেই হোম ম্যাচ খেলে আফগানিস্তান। এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আফগানিস্তানের মৌ চুক্তি রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য আফগানিস্তানকে তিনটি বিকল্প ভেনু দিয়েছিল ভারত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড গ্রেটার নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সকেই বেছে নেয়। যদিও এই স্টেডিয়ামের পরিকাঠামো খুবই নিম্নমানের। টেস্ট ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে প্রস্তুতির সুযোগ হারাল নিউজিল্যান্ড। 


আরও পড়ুনঃ মহমেডান–ভবানীপুর ম্যাচে বিতর্ক, চূড়ান্ত নাটক, জিতেও খেতাবী লড়াই থেকে ছিটকে গেল মহমেডান


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl

Copyright © 2025 Sports Time News Portal . All Rights Reserved. Designed by Avquora