আইপিএলের পরপর টি২০ বিশ্বকাপ। বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সময় পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরারা। জিম্বাবোয়ে সফরে তাঁদের যে দলে রাখা হবে না, এটা প্রত্যাশিতই ছিল। প্রত্যাশামতোই জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হল দলের সেরা তারকাদের। পাঠানো হচ্ছে দ্বিতীয় সারির দল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।
বিশ্বকাপের পরপরই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। খেলবে ৫ ম্যাচের টি২০ সিরিজ। এই টি২০ সিরিজের জন্য সোমবার ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দলে সুযোগ পেয়েছেন আইপিএলে নজরকাড়া একঝাঁক তরুণ ক্রিকেটার। পাশাপাশি শুভমান গিল, সঞ্জু স্যামসনের মতো সিনিয়র ক্রিকেটারদেরও দলে রাখা হয়েছে।
ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।
৫ ম্যাচের এই টি২০ সিরিজ শুরু হবে ৬ জুলাই। ৭ জুলাই দ্বিতীয় ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৪ জুলাই বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচগুলিই হবে হারারে স্পোর্টস গ্রাউন্ডে। ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় শুরু। সোনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করা হবে।